গোলরক্ষক হয়ে সর্বাধিক আত্মঘাতী গোল, লজ্জার রেকর্ডে মার্টিনেজ

আর্জেন্টিনার ২০২২ বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক। গোলপোস্টের নিচে এমিলিয়ানো মার্টিনেজের দুর্দান্ত কিছু ঝলক এখনও আর্জেন্টাইন সমর্থকদের শিহরণ জাগায়।

তবে এবার আর্জেন্টিনার বিশ্বজয়ী গোলরক্ষকের নামের সঙ্গে এমন এক রেকর্ড জড়িয়ে গেলো, যা কিনা ভুলেই যেতে চাইবেন তিনি।

৩১ বছর বয়সী মার্টিনেজ সোমবার রাতে লিভারপুলের বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচে শুরুতেই করে বসেন আত্মঘাতী এক গোল। যে গোলটি শেষ পর্যন্ত ভুগিয়েছে অ্যাস্টন ভিলাকে।

৩-১ গোলে পিছিয়ে পড়া ম্যাচে দারুণ প্রত্যাবর্তন করে অ্যাস্টন ভিলা। কিন্তু ৩-৩ সমতা ফিরিয়েও ওই আত্মঘাতী গোলের আফসোসে পুড়তে হয়েছে সেরা চারের লড়াইয়ে থাকা দলটিকে।

মার্টিনেজ এমন ভুল আগেও করেছেন। ‘অপ্টাজো’ জানাচ্ছে, আর্জেন্টাইন গোলরক্ষক তার প্রিমিয়ার লিগ ক্যারিয়ারে এখন পর্যন্ত তিনটি আত্মঘাতী গোল করেছেন। প্রিমিয়ার লিগের ইতিহাসে গোলরক্ষক হিসেবে সবচেয়ে বেশি আত্মঘাতী গোল করার রেকর্ড এখন তারই। সূত্র: গোলডটকম

Rent for add

সর্বশেষ নিউজ

for rent