বাংলাদেশ প্রিমিয়ার লিগ

বড় জয়ে দ্বিতীয় পর্ব শুরু মোহামেডানের


বসুন্ধরা কিংসের চেয়ে পাঁচ পয়েন্ট পিছিয়ে দুইয়ে থেকে বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রথম পর্ব শেষ করেছিল মোহামেডান। পয়েন্ট টেবিলে মোহামেডানের এমন ভদ্রস্থ অবস্থান অনেক দিন পর। শুক্রবার শুরু হওয়া দ্বিতীয় পর্বেও দুর্দান্ত সূচনা হয়েছে সাদাকালোদের। ফর্টিস এফসিকে ৪-০ গোলে হারিয়ে বসুন্ধরা কিংসের সঙ্গে দূরত্ব কমিয়ে আনলো এখনও প্রিমিয়ার লিগের শিরোপা জিততে না পারা দলটি।

ময়মনসিংহে অনুষ্ঠিত ম্যাচে মোহামেডান লিড নেয় ৪১ মিনিটে। মালির সোলেমান দিয়াবাতের কাছ থেকে বল পেয়ে গোল করেন উজবেকিস্তানের মিডফিল্ডার মোজাফফরভ।

প্রথমার্ধের ইনজুরি সময়ে সোলেমান দিয়াবাতে গোল করলে ২-০ ব্যবধানে এগিয়ে বিরতিতে যায় মোহামেডান। ৫২ মিনিটে জাফর ইকবাল ও ৫৯ মিনিটে শাহরিয়ার ইমন গোল করলে ৪-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে আলফাজ আহমেদের দল।

ফর্টিসের বিপক্ষে ম্যাচ দিয়েই এবার প্রিমিয়ার লিগ শুরু করেছিল মোহামেডান। প্রথম পর্বের ওই ম্যাচে আলফাজ আহমেদের দল জিতেছিল ২-১ গোলে।

৯ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে প্রথম পর্ব শেষ করেছিল মোহামেডান। শুক্রবারের জয়ে ১০ ম্যাচে পয়েন্ট হলো ২০। যা কিংসের চেয়ে ২ পয়েন্ট কম। কিংস শনিবার দ্বিতীয় পর্বের প্রথম ম্যাচ খেলবে ব্রাদার্সের বিপক্ষে। জিতলে মোহামেডানের সঙ্গে ব্যবধান আগের মতোই বেড়ে হবে ৫।

শুক্রবার আরও দুটি ম্যাচ হয়েছে। মুন্সিগঞ্জে পুলিশ ফুটবল ক্লাব ১-০ গোলে হারিয়েছে চট্টগ্রাম আবাহনীকে এবং গোপালগঞ্জে ১-১ গোলে ড্র করেছে সাবেক দুই চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও শেখ রাসেল ক্রীড়া চক্র।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent