স্পোর্টস ডেস্ক : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, মঙ্গলবার, ২১:২৫:০৩
এ মাসেই একটি সাফের ট্রফি পেয়েছে বাংলাদেশ নারী দল। আগামীকাল আরেকটি টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য রওনা হবে আরেকটি দল। ৮ ফেব্রুয়ারি ঢাকায় ভারতের সঙ্গে নানা ঘটনার পর বাংলাদেশ সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপে যুগ্ম চ্যাম্পিয়ন হয়। ১ মার্চ নেপালের কাঠমান্ডুতে শুরু হচ্ছে অনূর্ধ্ব-১৬ নারী সাফ চ্যাম্পিয়নশিপ।সূত্র: ঢাকাপোস্ট.কম
অনূর্ধ্ব-১৯ এর মতো অনূর্ধ্ব-১৬ টুর্নামেন্টেও চার দল অংশগ্রহণ করছে। স্বাগতিক নেপাল, বাংলাদেশ, ভারত ও ভূটান। খেলা হবে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে। সর্বোচ্চ পয়েন্ট পাওয়া ২ দল খেলবে ফাইনালে। সাফ অনূর্ধ্ব-১৯ টুর্নামেন্টের ফাইনালে নানা ঘটনা ঘটেছিল। তাই আজ সংবাদ সম্মেলনে প্রশ্ন উঠেছে টুর্নামেন্টের বাইলজ ও আনুষ্ঠানিকতা নিয়ে। এমন প্রশ্নের উত্তরে ম্যানজোর আমিরুল ইসলাম বাবু বলেন,দ ‘টুর্নামেন্টের আগে ম্যানেজার্স হয়। সেখানে সকল বিষয় আলোচনা হয়। আমরা নিয়মকানুন খেলোয়াড়দের যথাসম্ভব অবহিত করি।’
সাবেক জাতীয় ফুটবলার সাইফুল বারী টিটু এখন নারী দলের কোচ। সিনিয়র দলের পাশাপাশি অনুর্ধ্ব দলের কোচও তিনি। অনূর্ধ্ব-১৯ এর পর এবার অনূর্ধ্ব-১৬ আসরেও শিরোপায় চোখ তার। তবে এর আগে প্রথম ম্যাচ ভালো করে শুরু করতে চান, ‘নেপালের বিপক্ষে প্রথম ম্যাচ জিতে ফাইনালে পথে হাটতে চাই। প্রথম ম্যাচটা গুরুত্বপূর্ণ।’ অনূর্ধ্ব-১৬ দলের অধিনায়ক অর্পিতা বিশ্বাস সরাসরি ট্রফি নিয়ে দেশে ফেরার আশা ব্যক্ত করেছেন, ‘আমাদের প্রস্তুতি ও পরিকল্পনা যথেষ্ট রয়েছে। দোয়া করবেন যেন আমরা চ্যাম্পিয়ন হয়ে ফিরতে পারি।’
বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দলে বাফুফের ক্যাম্পে থাকা ফুটবলার সাত জন। বিকেএসপি থেকে নেয়া হয়েছে ৬ জন। বাকি দশ জন দেশের বিভিন্ন জেলা ও একাডেমী পর্যায়ে ছিলেন। এই টুর্নামেন্টের আগে তাই সমন্বয়টাই প্রধান চ্যালেঞ্জ ছিল কোচে্এ, ‘খানে খেলোয়াড়রা বিভিন্ন মাধ্যমে এসেছে। আমরা কয়েক সপ্তাহ অনুশীলন করেছি। দলের বোঝাপড়া ভালোই।’
খেলা হবে নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে নিকটবর্তী এক শহরে। কাঠমান্ডুতে উচ্চতা একটা সমস্যা। তবে তিন দিন আগে যাওয়ায় বাংলাদেশকে তেমন বেগ পেতে হবে না বলে মনে করেন টিটু, ‘আমরা আগামীকাল যাচ্ছি। খেলার আগে দুই দিন অনুশীলন করব। আশা করি এতে খেলোয়াড়রা মানিয়ে নেবে।’
বাংলাদেশের ম্যাচগুলো-
২ মার্চ প্রতিপক্ষ নেপাল
৫ মার্চ প্রতিপক্ষ ভারত
৮ মার্চ প্রতিপক্ষ ভূটান
১০ মার্চ ফাইনাল
বাংলাদেশ সময় সোয়া তিনটায় খেলা শুরু হবে।
Rent for add