স্পোর্টস ডেস্ক : ১৬ ফেব্রুয়ারি ২০২৪, শুক্রবার, ২২:১৩:২৬
কিলিয়ান এমবাপের পিএসজি ছাড়ার গুঞ্জন অবশেষে সফল হতে চলেছে। ইতোমধ্যে ক্লাব কর্তৃপক্ষকে তিনি গন্তব্য পরিবর্তনের কথাও জানিয়ে দিয়েছেন বলে খবর দিয়েছে ইউরোপীয় গণমাধ্যমগুলো। অনেক কৌশল খাটিয়েও যে আগের দুই মৌসুমের মতো এমবাপেকে আটকে রাখা যাচ্ছে না, তা নিশ্চিত পিএসজিও। সে কারণে প্যারিসিয়ানরা তার বিকল্প হিসেবে তিন ফুটবলারকে নেওয়ার পরিকল্পনা করছে।
এই দাবি করেছেন দলবদল বিষয়ক ইতালির প্রখ্যাত সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো। এমবাপে পিএসজির দীর্ঘ সময়ের সঙ্গী ছিলেন। সে কারণে তার অনুপস্থিতিতে দলটিকে মানিয়ে নেওয়ার মিশনে নামতে হবে। ইতোমধ্যে সেই পরিকল্পনাও শুরু করে দিয়েছে পিএসজি।
রোমানো বলছেন— লা প্যারিসিয়ানরা আগামী মৌসুমে এমবাপে দল ছাড়ার পর তিনজন মানসম্মত খেলোয়াড় কেনার প্রজেক্ট হাতে নিয়েছে। যার মাধ্যমে এই ফরাসি ফরোয়ার্ডের অভাব পূরণের আশা প্যারিসের ক্লাবটির। ফরোয়ার্ড লাইনে তারা একজন ভালো মানের ফুটবলার কিনতে চায়। ইতালিয়ান ক্লাব নাপোলির ভিক্টর ওসিমেন হতে পারেন ওই ফুটবলার। তাকে না পেলে অন্য কোনো বড় তারকার দিকে ঝুঁকবে ক্লাবটি।
এর আগে মিডফিল্ডে চলতি মৌসুমে ম্যানচেস্টার সিটির বানার্ড সিলভা এবং বার্সেলোনার ফ্রেঙ্কি ডি জংকে চেয়েছিল পিএসজি। যদিও সেই দফায় তারা সফল হয়নি। সে কারণে আগামী মৌসুমে নাসের আল খেলাইফির ক্লাব নিউক্যাসলের ব্রাজিলিয়ান মিডফিল্ডার ব্রুনো গুইমারেজকে কেনার লড়াইয়ে নামবে। তার জন্য প্রায় শত মিলিয়ন ইউরোর রিলিজ ক্লজও নাকি দিতে প্রস্তুত তারা। এছাড়া সেন্ট্রাল ডিফেন্সে একজন পরীক্ষিত ফুটবলার চায় পিএসজি। সেখানে তাদের প্রথম পছন্দ বায়ার্ন মিউনিখের ম্যাথিউস ডি লিট। এছাড়া আরও এক তরুণ ডিফেন্ডারে তাদের নজর রয়েছে।
উল্লেখ্য, বিগত ৫-৬ বছর ধরেই দলবদলের মৌসুম শুরু হলেই আলোচনায় থাকেন এমবাপে। এই ফ্রেঞ্চ তারকা বহুবারই স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের প্রতি নিজের দুর্বলতার কথা প্রকাশ করেছেন। আর রিয়াল মাদ্রিদও তাকে কেনার ব্যাপারে আগ্রহ দেখিয়েছে। দুই পক্ষই যখন রাজি, তখন মূল বাগড়া দিয়েছে পিএসজি। মোটা অঙ্কের ট্রান্সফার ফি ছাড়া এই খেলোয়াড়কে আর কারও হাতে তুলে দিয়ে রাজি নয় তারা। তবে এবার সম্ভবত শেষ হচ্ছে সেই নাটক। মৌসুম শেষে চুক্তির মেয়াদ শেষ হলেও পিএসজি ছাড়বেন-ক্লাব কর্তাদের এমন কথা জানিয়ে দিয়েছেন এমবাপে।সূত্র: ঢাকাপোস্ট.কম
ফ্যাব্রিজিও রোমানো নিশ্চিত করেছেন এই খবর। এছাড়া পিএসজির একটি সূত্র সংবাদ সংস্থা এএফপিকে একই খবর দিয়েছে। প্যারিসের ক্লাবটির সঙ্গে ২৫ বছর বয়সী এমবাপে ২০২২ সালে সবশেষ চুক্তি করেন। সেই চুক্তি অনুযায়ী ২০২৪ সাল পর্যন্ত তার প্যারিসে থাকার কথা। চুক্তিতে শর্ত ছিল, তিনি চাইলে এক বছর মেয়াদ বাড়াতে পারবেন। কিন্তু সেই শর্ত পূরণ করেননি এমবাপ্পে। পিএসজি ছেড়ে এমবাপের রিয়াল মাদ্রিদে যাওয়ার কথা। এরই মধ্যে দলবদলের আলোচনা অনেক দূর এগিয়ে গেছে বলেও সূত্রের খবর। তবে পিএসজির সূত্র বলেছে, ‘ক্লাব ছাড়ার বিষয়ে সব শর্তে এখনও দুই পক্ষ একমত হতে পারেনি।’ ঐক্যমত্যে পৌঁছালেই হয়তো রিয়ালের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তিতে যাবেন এমবাপে।
Rent for add