হার থেকে বেঁচে গেল মোহামেডান!

আগের রাউন্ডেই কিংস অ্যারেনায় বসুন্ধরা কিংসকে হারিয়ে চারিদিকে হৈচৈ ফেলে দেয় মোহামেডান। তবে নিজেদের ঘরে কিংসকে প্রথম হারের তেতো স্বাদ দেওয়া মোহামেডান পরের ম্যাচেই রহমতগঞ্জের বিপক্ষে হারতে বসেছিল। শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র করে অপরাজিত তকমাটা ধরে রেখেছে সাদাকালোরা।

মুন্সিগঞ্জে অনুষ্ঠিত ম্যাচের ২৭ মিনিটে দাউদে সিসের গোলে এগিয়ে যায় রহমতগঞ্জ। ৮৬ মিনিটে পেনাল্টি গোলে হার থেকে বাঁচে আলফাজ আহমেদের দল। উজবেকিস্তানের ডিফেন্ডার ইখতিওর তাসপুলাতভের হ্যান্ডবলে পেনাল্টি পেয়েছিল মোহামেডান। সমতাসূচক গোলটি করেছেন উজবেকিস্তানের মোজাফফরভ।

রাজশাহীতে দিনের অপর ম্যাচটি ছিল বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। তাতে ব্রাদার্স ইউনিয়নকে ৩-২ গোলে হারিয়েছে ঢাকা আবাহনী। এই জয়ে ১৩ পয়েন্ট নিয়ে আবাহনীর অবস্থান পয়েন্ট তালিকার তিনে। মোহামেডানের চেয়ে ২ পয়েন্ট পিছিয়ে আছে তাদের চিরপ্রতিদ্বন্দ্বীরা।

শনিবার কিংস জিতলে আবার তারা ব্যবধান বাড়িয়ে নিতে পারবে মোহামেডান ও আবাহনীর থেকে। সপ্তম রাউন্ডে কিংসের প্রতিপক্ষ বাংলাদেশ পুলিশ এফসি।

 

Rent for add

সর্বশেষ নিউজ

for rent