স্পোর্টস ডেস্ক : ৩০ জানুয়ারি ২০২৪, মঙ্গলবার, ১৭:৫২:২৯
আফ্রিকান নেশনস কাপে একের পর এক চমক। গতকাল ৫০ বছরের রেকর্ড ভেঙে মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছিল কঙ্গো ডেমোক্রটির রিপাবলিক। দুর্দান্ত লড়াইয়ে ম্যাচ ছিল ১-১ গোলে ড্র, এরপর পেনাল্টিতে নির্ধারিত হয়েছে ম্যাচের ফলাফল। সেখানে ৭-৮ গোলে জয় পেয়েছে কঙ্গো।
আজও যেন সেই ঘটনারই পুনরাবৃত্তি। এবার আইভরি কোস্টের তাণ্ডবের শিকার হলো আফ্রিকান নেশনস কাপের বর্তমান চ্যাম্পিয়ন সেনেগাল। শ্বাসরুদ্ধকর ম্যাচে ১-১ গোলে ড্রয়ের পর পেনাল্টিতে ৫-৪ হেরে আসর থেকে ছিটকে গেছে সেনেগাল, কোয়ার্টার ফাইনালে উঠে গেছে আইভরি কোস্ট।
ম্যাচ ১-১ গোলে ড্র হওয়ার পর খেলার ফলাফল নির্ধারণে অতিরিক্ত আরও ৩০ মিনিট খেলা হয়। এরপরও জয়ী দল নির্বাচিত করতে না পারায় খেলা গড়ায় পেনাল্টিতে।
৫ পেনাল্টি শটআউটে প্রথম দুটি শটে সফল হয় সেনেগাল। তৃতীয় শটটি মিস করেন মুসা নিয়াখাতে। পরের দুটিতে মানের সেনেগাল সফল। অপরদিকে ৫ শটের ৫টিতেই সফলতা দেখান আইভরি কোস্টের খেলোয়াড়রা। এতে ৫-৪ গোলে জয় পায় তারা।
সোমবার চার্লস কোনান বেনি স্টেডিয়ামে রাতে খেলতে নেমে ম্যাচের শুরুতেই গোল করে এগিয়ে ছিল সেনেগাল। ৪তম মিনিটে আইভরি কোস্টের জালে জমা করেন সেনেগালের ফরোয়ার্ড হাবিব দিয়ালো। গোলে সহায়তা করেন সাদিও মানে।
সেনেগালের শুরুর গোল শোধ করতে লড়াই চালিয়ে যাচ্ছিল আইভরি কোস্ট। অপরদিকে কোস্টের দুর্দান্ত রক্ষণভাগের কারণে ব্যবধান বাড়াত পারছিলো না সেনেগালও। তবে জয়ের দিকেই হাঁটছিল সাদিও মানের সেনেগাল।
ম্যাচের ৮৬তম মিনিটে যেন হঠাতই সবকিছু পরিবর্তন হয়ে গেলো। বক্সের ভেতরে ফাউল করে লালকার্ড দেখলেন সেনেগালের খেলোয়াড় এডওয়ার্ড মেন্দি। ফলে পেনাল্টি পেয়ে গেলো আইভরি কোস্ট। সেই পেনাল্টিকে গোলে পরিণত করলেন ফ্রাঙ্ক কেসি। ফলে ম্যাচ ১-১ গোলে ড্র হয়।
Rent for add