ডিসেম্বর মাসের সেরা রেফারির স্বীকৃতি পেলেন আলমগীর

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অন্যতম সহ-সভাপতি ইমরুল হাসান লিগ কমিটির চেয়ারম্যানের দায়িত্ব নেয়ার পর রেফারিদের পুরস্কৃত করার ঘোষণা দিয়েছিলেন।

সেই প্রতিশ্রুতি অনুযায়ী আজ শনিবার ডিসেম্বর মাসের সেরা রেফারির স্বীকৃতি পেলেন আলমগীর সরকার। শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেড ও ফর্টিস ফুটবল ক্লাব লিমিটেডের ম্যাচ শেষে কিংস অ্যারেনায় সেরার স্বীকৃতি স্বরূপ তার হাতে ক্রেস্ট ও ৫০ হাজার টাকার চেক তুলে দেন ইমরুল হাসান।

উল্লেখ্য রেফারিদের এমন স্বীকৃতি ঘরোয়া ফুটবলে তাদের ম্যাচ পরিচালনায় আগামী দিনগুলোতে আরো ভাল করতে অনুপ্রেরণা যোগাবে। সাবেক রেফারিদের সমন্বয়ে একটি বিচারক কমিটির রায়ে আলমগীর গত মাসের সেরা রেফারি হয়েছেন।

 

Rent for add

সর্বশেষ নিউজ

for rent