বাফুফের সঙ্গে বুধবার বসবেন ক্রীড়ামন্ত্রী

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে কবে ফুটবল ফিরবে, তা এখন কোটি টাকার প্রশ্ন। ঘরোয়া হকি কবে মাঠে গড়াবে সেটা ক্রীড়াঙ্গনের অনেক প্রশ্নের একটি। দেশের শীর্ষ ৩ খেলার মধ্যে ফুটবল ও হকির বর্তমান ও আগামী পথা চলা কেমন হবে তা নির্ধারণের জন্য বুধবার এই দুই ফেডারেশনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বসবেন নতুন ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন।

তার আগে মঙ্গলবার ক্রীড়ামন্ত্রী মতবিনিময় করবেন ৯ ফেডারেশন ও বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাদের সঙ্গে। এই আলোচনা সম্মিলিতভাবে হলেও মন্ত্রী পরের দিন আলাদা আলাদা করে বসবেন ফুটবল ও হকির সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে।

মঙ্গলবার সকাল ১১ টায় সাঁতার, অ্যাথলেটিক্স, শ্যুটিং, আরচারি, ভারোত্তোলন, ক্যারম, বাস্কেটবল, টেবিল টেনিস, ভলিবল ফেডারেশন ও মহিলা ক্রীড়া সংস্থার সঙ্গে মন্ত্রীর মতবিনিময় সভা জাতীয় ক্রীড়া পরিষদে হবে। পরের দিন ফুটবল ও হকি ফেডারেশনের সভাপতি ও সাধারণ সম্পাদকের মতবিনিময় মন্ত্রণালয়ে।

বুধবার সকাল সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টায় পর্যন্ত ফুটবলের সঙ্গে আলোচনা শেষ করেই মন্ত্রী বসবেন হকির সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent