নিজস্ব প্রতিবেদক : ৩০ ডিসেম্বর ২০২৩, শনিবার, ০:২৯:০৮
এবিজি বসুন্ধরা বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে (বিপিএল) শুক্রবার দ্বিতীয় রাউন্ডের দুটি ম্যাচই ড্র হয়েছে। এর ফলে কোনো দলকেই জয় কিংবা পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয়নি।
ময়মনসিংহ রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড ও শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেড ১-১ গোলে একে অপরের সঙ্গে ড্র করে। অধিনায়ক সুলেমান দিয়াবাতের গোলে ৯ মিনিটে মোহামেডান লিড নেয়। কিন্তু ৬৪ মিনিটে সেলেমানি ল্যান্দ্রির গোলে শেখ রাসেল সমতায় ফেরে।
এদিকে মুন্সীগঞ্জ বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি ২-২ গোলে ব্রাদার্স ইউনিয়ন লিমিটেডের সঙ্গে ড্র করেছে। ব্রাদার্সের ওতাবেক ১৮ ও মাহবুবুর ৬৭ মিনিটে এবং রহমতগঞ্জের বোয়াটেং ২৫ ও সামিন ৮৮ মিনিটে গোল করেন।
Rent for add