ব্রাদার্সের ফজলু আর নেই

সত্তর-আশির দশকে তুমুল জনপ্রিয় ছিল ফুটবল। আবাহনী-মোহামেডানের পর ঘরোয়া ফুটবলের তৃতীয় শক্তি ছিল ব্রাদার্স ইউনিয়ন। গোপীবাগের ক্লাবটির ফুটবলাররাও ছিলেন বেশ জনপ্রিয়।সূত্র: ঢাকাপোস্ট.কম 

আশির দশকে ব্রাদার্স ইউনিয়নের অন্যতম খেলোয়াড় ছিলেন আখতার হোসেন খান ফজলু। নিউইয়র্কে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাবেক এই ফুটবলার। তার বয়স হয়েছিল ৭৩ বছর। মৃত্যুকালে স্ত্রী, চার কন্যা, ভাই-বোন সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

ফুটবল ক্যারিয়ারে প্রায় পুরোটাই কমলা জার্সিতে কাটিয়েছেন। ব্রাদার্সের অন্যতম কিংবদন্তী ও সাবেক ফুটবলারদের সংগঠন সোনালী অতীত ক্লাবের সভাপতি হাসানুজ্জামান খান বাবলু বলেন, ‘ফজলু এক বছর আবাহনীতে খেলেছে এছাড়া বাকি সময় ব্রাদার্সেই খেলেছে। তাই ব্রাদার্সের ফজলু হিসেবেই পরিচয় তার।’

ফজলুর প্রয়াণে আমেরিকায় বসবাসরত বাংলাদেশের অনেক ক্রীড়াবিদ শোক প্রকাশ করেছেন। ফজলুর মৃত্যুর সংবাদটি বাংলাদেশে ক্রীড়াঙ্গনে সবাইকে জানিয়েছেন এক সময়ে আমেরিকায় থাকা সাবেক তারকা ফুটবলার আব্দুল গাফফার।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent