সাও পাওলোতে ফিরলেন ব্রাজিলিয়ান মৌরা

শৈশবের ক্লাব সাও পাওলোতে ফিরে এসেছেন টটেনহ্যাম ও পিএসজির সাবেক ব্রাজিলিয়ান উইঙ্গার লুকাস মৌরা। সাও পাওলো ক্লাবের পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে।

এক বিবৃতিতে ৩০ বছর বয়সী এই আন্তর্জাতিক উইঙ্গার প্রসঙ্গে সাও পাওলো জানায়, ‘লুকাস ফিরে এসেছে।’

জুনে টটেনহ্যামের সাথে চুক্তির মেয়াদ শেষ হয়ে গিয়েছিল মৌরার। ৩২ বছর বয়সী কলম্বিয়ান তারকা ফরোয়ার্ড হামেস রড্রিগেজের সাথে মৌরা সাও পাওলোতে যোগ দিলেন। ২০১০ সালে সাও পাওলোর হয়ে পেশাদার ক্যারিয়ার শুরু করেছিলেন মৌরা। দুই বছর পর এই ক্লাবের হয়ে কোপা সুদামেরিকানা জয়ের পর এক দশকের জন্য ইউরোপা পাড়ি দেন। এক বিবৃতিতে তিনি বলেছেন, ‘এই ক্লাবে ফিরতে পারাটা আবেগ ফিরে পাবার মতোই ঘটনা। এখানকার জীবন সম্পর্কে এখনো সবকিছু মনে আছে। ঐ সময়গুলোর কথা মনে হলে এখনো আনন্দ পাই। সত্যিই সাও পাওলোতে ফিরতে পারাটা দীর্ঘদিন পর বাড়ি ফেরার মতই।’

২০১২ সালে ৫৩ মিলিয়ন মার্কিন ডলারে সাও পাওলো থেকে পিএসজিতে যোগ দিয়েছিলেন মৌরা। কোন ব্রাজিলিয়ান দলের জন্য ঐ সময় এটি ছিল রেকর্ড চুক্তি। তারকা সমৃদ্ধ ফরাসি ক্লাবে নিজেকে সেভাবে মেলে ধরতে ব্যর্থ হয়ে ২০১৮ সালে টটেনহ্যামে যোগ দেন। সেখানে খেলতে গিয়ে ২০১৯ চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে আয়াক্সের বিপক্ষে স্মরণীয় হ্যাটট্রিক করেছিলেন। এরপর অল-ইংলিশ ফাইনালে অবশ্য তার ক্লাব টটেনহ্যাম লিভারপুলের সাথে আর পেরে উঠেনি।  -বাসস 

Rent for add

সর্বশেষ নিউজ

for rent