নিজস্ব প্রতিবেদক : ২৭ জুলাই ২০২৩, বৃহস্পতিবার, ২২:৫৪:২৬
নেপালের বিপক্ষে দুই ম্যাচের ফিফা ফ্রেন্ডলি সিরিজ খেলার পর বিশ্রামের জন্য বাফুফে ছুটি দিয়েছে ক্যাম্পের সিনিয়র খেলোয়াড়দের। ছুটিতে থাকা মেয়েদের বেশ কয়েকজন একটি টুর্নামেন্ট খেলতে এখন সাতক্ষীরায়। ওয়ারিয়র স্পোর্টস একাডেমি চ্যাম্পিয়নশিপ নামের এই টুর্নামেন্ট শুরু হবে আগামীকাল শুক্রবার। চলবে ৩০ জুলাই পর্যন্ত। তথ্য : জাগোনিউজ২৪.কম
জাতীয় দলের অধিনায়ক সাবিনা খাতুনের এলাকার এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে চারটি দল। জাতীয় দলের ক্যাম্পের সিনিয়র আটজন খেলোয়াড়কে চার দলে ভাগ করে দেওয়া হয়েছে বলে বৃহস্পতিবার সাতক্ষীরা থেকে জানিয়েছেন সাবিনা খাতুন। তিনি আয়োজকদের একজন।
সাবিনা খাতুনের ভাষ্যমতে, এই টুর্নামেন্টে জাতীয় দলের যারা খেলতে গেছেন তাদের মধ্যে আছেন-মারিয়া মান্ডা, শামসুন্নাহার, শামসুন্নাহার জুনিয়র, মাতসুশিমা সুমাইয়া, মাসুরা পারভীন, মারজিয়া ও তহুরা খাতুন।
মেয়েদের ক্যাম্পে যোগ দেওয়ার কথা ৩১ জুলাই। পরদিন থেকে শুরু হবে এশিয়ান গেমসের প্রস্তুতি। ১ আগস্ট থেকে অনুশীলন শুরু হবে। আপনারা তাহলে কবে যোগ দেবেন?
সাবিনা খাতুন বলেন, ‘আমাদের তো ৩০ জুলাই পর্যন্ত ছুটিই আছে। ব্যক্তিগত একটা কাজের জন্য আমার যোগ দিতে দু-একদিন দেরি হতে পারে। বাকিরা কে কবে যোগ দেবেন, তা জানি না।’
জাতীয় দলের ক্যাম্পে থাকা মেয়েরা ছুটিতে টুর্নামেন্ট খেলতে সাতক্ষীরা গেছেন, তা নাকি জানেই না বাফুফে। বাফুফের নারী উইংয়ের চেয়ারপারসন মাহফুজা আক্তার কিরণ বলেন, ‘মেয়েরা টুর্নামেন্ট খেলতে সাতক্ষীরায় গেছে, তা আমাদের জানা নেই। তাদের তো ছুটি দেওয়া হয়েছে। আর কোথাও খেলতে গেলে তো অবশ্যই আমাদের জানাবে।’
Rent for add