কম্বোডিয়া-বাংলাদেশ ম্যাচের সব টিকিট শেষ

কম্বোডিয়ার নমপেনে আগামীকাল (১৫ জুন) ফিফা প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। সেখানকার অলিম্পিক স্টেডিয়ামের দর্শক ধারণ ক্ষমতা ৩০ হাজার। সেখানে অনুষ্ঠিত হতে যাওয়া কম্বোডিয়া-বাংলাদেশ ম্যাচের সকল টিকিট ইতোমধ্যে বিক্রি হয়ে গেছে। এই তথ্য জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সূত্র : ঢাকাপোস্ট.কম 

বাফুফে আজ (১৪ জুন) ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলন হয়েছে। সেই সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রধান কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা ও অধিনায়ক জামাল ভূঁইয়া। দুই জনই ঘুরে-ফিরে গত বছর সেপ্টেম্বরে কম্বোডিয়ায় পাওয়া বাংলাদেশের জয়কে সামনে এনেছেন।

কম্বোডিয়ার বিপক্ষে লড়াইয়ে নামলেও বাংলাদেশের লক্ষ্য সাফ; সেটা স্পষ্ট করেই বলেছেন কোচ হ্যাভিয়ের, ‘এই বছর আমাদের বেশ কয়েকটি টুর্নামেন্ট রয়েছে। বিশ্বকাপ বাছাই বেশ গুরুত্বপূর্ণ তবে এখন সবচেয়ে বেশি মনোযোগ সাফ টুর্নামেন্টে। এটি দক্ষিণ এশিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট।’

একইসঙ্গে সাফের আগে কম্বোডিয়ার বিপক্ষের ম্যাচটি খুব কাজে দিবে বলে ধারণা কোচের, ‘নিজেদের মাটিতে কম্বোডিয়া খুব ভালো প্রতিপক্ষ। এই ম্যাচটি সাফের আগে আমাদের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ।’

অধিনায়ক জামাল ভূঁইয়া এ নিয়ে তিনবার কম্বোডিয়ায় গেলেন। গতবারের মতো এবারও জিততে চান তিন, ‘কম্বোডিয়ায় বেশ কয়েকজন ভালো মানের ফুটবলার রয়েছে। আমরা তাদের বিপক্ষে ভালো খেলে জিততে চাই।’

আগামীকাল বাংলাদেশ সময় বিকেল ৬টায় দুদল মুখোমুখি হবে। কম্বোডিয়ার ম্যাচটি সম্প্রচার করবে বিটিভি। বিটিভির অনলাইন প্ল্যাটফর্ম থেকে খেলা সরাসরি দেখা যাবে বাংলাদেশ থেকেও। আগামীকালের ম্যাচের জন্য আজ সন্ধ্যায় অনুশীলন করবে বাংলাদেশ দল।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent