দুই চ্যাম্পিয়নের লড়াই

মোহামেডানের বিপক্ষে কিংসের প্রতিশোধ

এক সপ্তাহ আগে বাংলাদেশ প্রিমিয়ার লিগে টানা চতুর্থ শিরোপা নিশ্চিত করে ঘরোয়া ফুটবলে নতুন রেকর্ড গড়েছে বসুন্ধরা কিংস। গত মঙ্গলবার ফেডারেশন কাপের ফাইনালে আবাহনীকে হারিয়ে ১৪ বছর পর চ্যাম্পিয়ন হয়েছে মোহামেডান। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ও ফেডারেশন কাপ চ্যাম্পিয়নরা শুক্রবার মুখোমুখি হয়েছিল লিগ লড়াইয়ে।

আনুষ্ঠানিকতার ম্যাচটি কেবল শ্রেষ্ঠত্বের লড়াই-ই ছিল না, ছিল কিংসের জন্য প্রতিশোধেরও। এই মোহামেডানের কাছে সেমিফাইনালে হেরে ফেডারেশন কাপ থেকে বিদায় নিয়েছিল কিংস। তাই মৌসুমে তারা ট্রেবল জয়ের যে স্বপ্ন দেখেছিল তা ভেস্তে যায়।

লিগের মর্যাদার এই লড়াই জিতে ফেডারেশন কাপে হারার বদলাটা ভালোভা্বেই নিয়েছে কিংস। ঘরের মাঠে তারা ২-১ গোলে হারিয়ে দিয়েছে ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন মোহামেডানকে।

ম্যাচ শুরুর এক মিনিট ১৩ সেকেন্ডে গোল করে মোহামেডানকে লিড এনে দিয়েছিলেন নাইজেরিয়ান এমানুয়েল সানডে। ১০ মিনিটে মোরসালিনের বাড়ানো বল থেকে ব্রাজিলিয়ান মিগুয়েল গোল করে ম্যাচে সমতা আনেন। ৪০ মিনিটে রাকিবের গোলে লিড নেয় বসুন্ধরা কিংস। ওই লিড ধরে রেখে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে লিগ চ্যাম্পিয়নরা।

১৮ ম্যাচে বসুন্ধরা কিংসের পয়েন্ট ৪৯। ১৭ ম্যাচে মোহামেডানের পয়েন্ট ২৪। শেষ দিকে মোহামেডানের মোজাফফরভ দ্বিতীয় হলুদ কার্ড দেথে মাঠ ছাড়লে ১০ নিয়ে খেলতে হয় বাকি সময়।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent