নিজস্ব প্রতিবেদক : ২ জুন ২০২৩, শুক্রবার, ১৯:৫৩:২৫
প্রথমবারের মতো ঘরোয়া ফুটবলের শীর্ষ আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগে উঠেও টিকে থাকতে পারলো না উত্তরার আজমপুর ফুটবল ক্লাব। শুক্রবার নিজেদের ১৭তম ম্যাচে শেখ রাসেল ক্রীড়া চক্রের বিপক্ষে ১-১ গোলে ড্র করলে আবার চ্যাম্পিয়নশিপ লিগে ফিরে যাওয়া নিশ্চিত হয় তাদের।
চ্যাম্পিয়নশিপ লিগে রানার্সআপ হয়ে প্রিমিয়ারে উঠেছিল উত্তরার ক্লাবটি। চ্যাম্পিয়ন হয়ে উঠেছে ফর্টিস এফসি।
এখন পর্যন্ত খেলা ১৭ ম্যাচে গোলের মুখ দেখেনি আজমপুর ফুটবল ক্লাব। ১১ দলের লিগে একমাত্র জয় না পাওয়া ক্লাব তারাই। ১৭ ম্যাচ শেষে পয়েন্ট ৫। বাকি তিন ম্যাচ জিতলেও ১০ নম্বরে থাকা মুক্তিযোদ্ধার চেয়ে নিচে পড়ে থাকবে তারা।
প্রিমিয়ার লিগ থেকে দুটি দল নেমে যাবে। আজমপুরের পর দ্বিতীয় দল হিসেবে কারা নামে সেটাই দেখার। এখনো অবনমন ঠেকাতে মরিয়া মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র, চট্টগ্রাম, রহমতগঞ্জ ও আরেক নবাগত ফর্টিস এফসি।
এ ম্যাচে আজমপুর জয়ের একটা সম্ভাবনা তৈরি করেছিল শেখ রাসেল ক্রীড়া চক্রের বিপক্ষে লিড নিয়ে। ২২ মিনিটে রিচার্ডসের গোলে এগিয়ে গিয়েছিল তারা। তবে রাসেল ম্যাচে ফেরে প্রথমার্ধের ইনজুরি সময়ে দিদিয়েরের গোলে। ১৭ ম্যাচে শেখ রাসেলের পয়েন্ট ২৩। ব্লুজরা আছে টেবিলের পঞ্চম স্থানে।
Rent for add