জাতীয় দলের কোচিং স্টাফে আরো তিন বিদেশি

সাফ চ্যাম্পিয়নশিপ সামনে রেখে জাতীয় ফুটবল দলের কোচিং স্টাফে আরো তিন বিদেশি নিয়োগ দিচ্ছে বাফুফে। তিনজনই প্রধান কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার দেশ স্পেনের। তারা হলেন-সহকারী কোচ ডেভিড গোমেজ গঞ্জালেস, গোলরক্ষক কোচ মিগুয়েল অ্যাঞ্জেল ও ফিজিও ডেভিড মাগান।

এই তিনজনের মধ্যে সহকারী কোচ ও গোলরক্ষক কোচ এর আগেও ক্যাবরেরার সঙ্গে কাজ করেছেন। গত মার্চে সিলেটে সিশেলসের বিপক্ষে দুটি ফ্রেন্ডলি ম্যাচ সামনে রেখে তাদের নিয়োগ দিয়েছিল বাফুফে।

আজ (রোববার) বাফুফের ন্যাশনাল টিমস কমিটির সভায় নতুন তিনজনের নাম চূড়ান্ত করা হয়েছে। কমিটির চেয়ারম্যান বাফুফে সহসভাপতি কাজী নাবিল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কম্বোডিয়া সফর ও সাফ চ্যাম্পিয়নশিপ দলনেতা মনোনীত করা হয়েছে বাফুফের সাবেক সহসভাপতি শওকত আলী খান জাহাঙ্গীরকে।

জাতীয় দলের ক্যাম্প শুরু হবে ৪ জুন ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টে। জামাল ভূঁইয়ারা ঢাকায় এক সপ্তাহ অনুশীলন করে কম্বোডিয়া যাবে ১০ জুন। সেখানে ১৫ জুন স্বাগতিকদের বিপক্ষে ম্যাচ খেলে পরের দিন চলে যাবে বেঙ্গালুরুতে।

সাফ চ্যাম্পিয়নশিপ শুরু হবে ২১ জুন। বাংলাদেশ খেলবে গ্রুপ ‘বি’ তে। প্রতিপক্ষ লেবানন, মালদ্বীপ ও ভুটান।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent