নিজস্ব প্রতিবেদক : ১৮ ফেব্রুয়ারি ২০২৩, শনিবার, ১৯:১৮:১৮
আজমপুর ফুটবল ক্লাবকে ৬-০ গোলে হারানোর পর আরেক নবাগত ফর্টিস ক্লাবের বিপক্ষেও জয়ের সম্ভাবনা জাগিয়ে তুলেছিল মোহামেডান। শনিবার কুমিল্লার ভাষা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে মোহামেডান প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে থেকেও ম্যাচ হেরেছে ৪-৩ ব্যবধানে।
২১ মিনিটে রাকিবের গোলে লিড নেয় মোহামেডান। প্রথমার্ধের ইনজুরি সময়ে ব্যবধান দ্বিগুণ করেন অধিনায়ক সোলেমান দিয়াবাতে। বিরতির পর খেলতে নেমে মোহামেডান ৫৫ মিনিট পর্যন্ত দুই গোলের লিড ধরে রেখেছিল। তারপর থেকে ভোজবাজির মতো ম্যাচের দৃশ্যপট পাল্টে দিতে থাকে নবাগত ফর্টিস এফসি। ৫৬ মিনিটে বোরহান ও ৬৪ মিনিটে জনি গোল করলে ম্যাচে সমতা ফেরে ২-২ গোলে।
৭০ মিনিটে শরিফির গোলে প্রথম লিড নেয় ফর্টিস ক্লাব। ৭৭ মিনিটে আরিফ গোল করে সমতায় ফেরান মোহামেডানকে। কিন্তু শেষ রক্ষা হয়নি সাদাকালোদের। ৭৯ মিনিটে ড্যানিলোর গোল দারুণ জয় এনে দেয় ফর্টিস এফসিকে।
৯ ম্যাচে ৯ পয়েন্ট মোহামেডানের। পয়েন্ট টেবিলের নিচের দিকে নামতে নামতে এখন ৭ নম্বরে। অন্য দিকে দারুণ ম্যাচ জিতে মোহামেডানকে টপকে টেবিলের ৬ নম্বরে জায়গা করে নিয়েছে ফর্টিস এফসি।
দিনের অন্য দুই ম্যাচে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে ২-০ গোলে হারিয়েছে চট্টগ্রাম আবাহনী। রহমতগঞ্জের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে শেখ রাসেল ক্রীড়া চক্র।
Rent for add