বাংলাদেশ প্রিমিয়ার লিগ

জিততে ভুলে গেছে মোহামেডান

বাংলাদেশ প্রিমিয়ার লিগ জয় দিয়ে শুরু করলেও সে ধারায় থাকতে পারেনি মোহামেডান। এখনও প্রিমিয়ার লিগের

শিরোপা জিততে না পারা দলটি চলতি মৌসুমে প্রথম ম্যাচ জয়ের পর আটকে আছে ড্র আর হারের বৃত্তে।

সর্বশেষ চার ম্যাচের একটি হেরে তিনটি ম্যাচ ড্র করেছে তারা। শুক্রবার কুমিল্লার ভাষা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে মোহামেডান নিজেদের তৃতীয় ড্রটি (১-১) করেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে।

অথচ শুরুটা ভালোই ছিল মোহামেডানের। সাদাকালোরা গোল করে এগিয়ে গিয়েছিল সাবেক চ্যাম্পিয়নদের বিপক্ষে। প্রথমার্ধে লিড নেওয়া মোহামেডান সেটা ধরে রাখতে পেরেছিল ৬৮ মিনিট পর্যন্ত। তবে জামাল গোল করে তাদের জয়বঞ্চিত করেনি, মোহামেডান ম্যাচ ড্র করেছে আত্মঘাতী গোলে।

২৯ মিনিটে মোজাফফরের গোলে এগিয়ে গিয়েছিল মোহামেডান। সমর্থকরা আশায় বুক বেধেছিল তাদের প্রিয় দল হয়তো জয়ে ফিরতে যাচ্ছে। কিন্তু ৬৮ মিনিটে মেহেদী নিজেদের জালে বল পাঠালে সর্বনাশ হয় সাদা-কালোদের।

৫ ম্যাচ শেষে মোহামেডানের সংগ্রহ ৬ পয়েন্ট। টেবিলে তাদের অবস্থান ৬ নম্বরে। অন্য দিকে শেখ জামালের ৬ ম্যাচে সংগ্রহ ১২ পয়েন্ট। তারা আছে টেবিলের তৃতীয় স্থানে।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent