কুল-বিএসজেএ মিডিয়া কাপ শনিবার শুরু

আগামী শনিবার থেকে ‘কুল-বিএসজেএ মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট’ মাঠে গড়াচ্ছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন ভবন সংলগ্ন আর্টিফিসিয়াল টার্ফে অনুষ্ঠেয় এ টুর্নামেন্টে দেশের ৩২টি গণমাধ্যম অংশ নিতে যাচ্ছে। যার যবনিকা ঘটবে ২৫ জানুয়ারি।

বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের ডাচ-বাংলা অডিটরিয়ামে আজ বুধবার এ টুর্নামেন্ট উপলক্ষে সংবাদ সম্মেলনে বিভিন্ন তথ্য উপস্থাপন করেন টুর্নামেন্টের সদস্য সচিব মো. রবিউল ইসলাম। বিএসজে সভাপতি এটিএম সাইদুজ্জামানের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন স্কয়ার টয়লেট্রিজের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, মার্কেটিং তেহসিনা খানম। বক্তব্য রাখেন বিএসজেএ সাধারণ সম্পদক আনিসুর রহমান এবং টুর্নামেন্ট কমিটির আহবায়ক রায়হান আল মুঘনি।

গত আসরে ২৪ দল অংশ নিলেও এবার ৩২ দল নিয়ে হবে টুর্নামেন্ট। ফলে ফরমেশনে পরিবর্তন আসছে। আট গ্রুপের শীর্ষ দল খেলবে কোয়ার্টার ফাইনালে। চ্যাম্পিয়ন দল ট্রফি ছাড়াও ৩০ হাজার টাকা এবং রানার্সআপ দল ট্রফি ছাড়াও ১৫ হাজার টাকা পাবে। অংশগ্রহণকারী দলগুলো জার্সি ছাড়াও প্রতি মাচে অংশগ্রহণ ফি পাবে।

টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলো হল: বৈশাখী টিভি, ইন্ডিপেন্ডেন্ট টিভি, বাংলাভিশন, ডেইলি স্টার, চ্যানেল আই, জাগো নিউজ, ঢাকা ট্রিবিউন, মাছ রাঙা টিভি, চ্যানেল২৪, আরটিভি, টি-স্পোর্টস, জিটিভি, ডিবিসি, নিউজ২৪, ইটিভি, এটিএন বাংলা,কালের কন্ঠ, জনকন্ঠ, যুগান্তর, সমকাল, ডেইলি সান, ঢাকা পোষ্ট, বাংলাদেশ প্রতিদিন, বাংলাট্রিবিউন,আজকের পত্রিকা, কালবেলা, বাংলানিউজ২৪, সময়ের আলো, দেশ রূপান্তর, বিটিভি, এখন টিভি ও দিপ্ত টিভি।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent