স্পোর্টস ডেস্ক : ১২ জানুয়ারি ২০২৩, বৃহস্পতিবার, ২২:৩১:০৮
টাইব্রেকারে তারকা দ্যুতি ছড়িয়ে রিয়াল মাদ্রিদকে সুপার কাপ ফুটবলের ফাইনালে পৌঁছে দিলেন গোলরক্ষক থিবো কোর্তোয়া। বুধবার সেমিফাইনালে ভ্যালেন্সিয়ার বিপক্ষে নির্ধারিত ও অতিরিক্ত সময়ের খেলা ১-১ গোলে ড্র হওয়ায় টাইব্রেকারে নিস্পত্তি হয় জয় পরাজয়। স্পট কিকে রিয়াল ৪-৩ গোলে জয়লাভ করে।
২০২৩ সালের শুরু থেকেই কঠিন সময় পার করছে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। গতকালও এর ব্যতিক্রম ছিলনা। নিজেদের আসল চেহারা দেখাতে বার বার ব্যর্থ হয়েছে রিয়াল। তবে ব্যতিক্রম ছিলেন গোলরক্ষক কোর্তোয়া। একাই প্রতিহত করেছেন প্রতিপক্ষের বেশ কয়েকটি আক্রমণ। সবশেষ টাইব্রেকারে রুখে দেন হোসে গায়ার ফলাফল নির্ধারনি শট।
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং ফাহাদ আন্তর্জাতিক স্টেডিয়ামে এ জয়ের ফলে আগামী রোববার টুর্নামেন্টের ফাইনালে বার্সেলোনা অথবা রিয়াল বেতিসের মোকাবেলা করবে লা গ্যালাকটিকোরা।
ম্যাচের ৩৯ মিনিটে পেনাল্টি থেকে গোল করে রিয়ালকে এগিয়ে দেন ফরাসি তারকা করিম বেনজেমা। তবে বিরতির পরপরই ৪৬ মিনিটে স্যামুয়েল লিনো গোলটি পরিশোধ করে সমতায় ফিরিয়ে আনেন ভ্যালেন্সিয়াকে।
ম্যাচে ভ্যালেন্সিয়ার গোলরক্ষক জিওর্জি মামারদাশভিলিও ও দারুণ খেলেছেন। শেষ মিনিটে ব্রাজিলিয় তারকা ভিনিসিয়াস জুনিয়রের একটি নিশ্চিত গোল প্রতিহত করার পাশাপাশি ফিরিয়ে দিয়েছেন বেশ কয়েকটি শট। যার ফলে অতিরিক্ত সময়ে গড়ায় ম্যাচ।
খেলা শেষে ভ্যালেন্সিয়ার কোচ গাত্তুসো বলেন, ‘বিশ্বের সেরা চার পাঁচজন গোলরক্ষকের মধ্যে একজন কোর্তোয়া। তবে আমাদের গোল রক্ষকও চার পাঁচটি নিশ্চিত গোল থেকে দলকে রক্ষা করেছে। আমাদের দল ভাগ্যের কোন সহায়তা পায়নি। ফুটবলে ভাগ্যেরও কিছুটা সহায়তা প্রয়োজন। তবে আমরা আজ সেটি পাইনি। আমরা দুটি পেনাল্টি মিস করেছি।’
কোর্তোয়া বলেন, ‘একজন গোলরক্ষক হিসেবে আপনাকে অবশ্যই পেনাল্টি নিয়ে গবেষণা করতে হবে। এর আগে সেভিয়ার বিপক্ষে বাঁ দিকে পেনাল্টি মিস করেছিলেন গায়া। বেতিসের বিপক্ষে ম্যাচে মাঝখানে শট নিয়ে গোল করেছিলেন তিনি। সুতরাং আমরা জানতাম এবারো মাঝখানে শট নিবেন তিনি।’
Rent for add