ফিফার কাছে অভিযোগ করেছে মরক্কো

সেমিফাইনালে ফ্রান্সের কাছে ২-০ গোলে পরাজিত হয়ে বিশ্বকাপের ফাইনালে খেলা হয়নি মরক্কোর। থিও হার্নান্দেজ ও রানডাল কোলো মুয়ানির গোলে বর্তমান চ্যাম্পিয়নরা টানা দ্বিতীয়বারের মতো ফাইনালের টিকিট পায়। যদিও প্রথম আফ্রিকান দল হিসেবে সেমিফাইনালে খেলতে এসে ফ্রান্সের সাথে সমান তালে লড়াই করেছে মরক্কো। এই ম্যাচে পরাজয়ের পর রেফারিং নিয়ে ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানিয়েছে মরক্কো ফুটবল ফেডারেশন (এফএমএএফ)। বেশ কয়েকটি গণমাধ্যম এই দাবী জানিয়েছেন।

রিপোর্টের সূত্রমতে জানা গেছে রেফারি সিজার রামোস প্রথমার্ধে মরক্কোকে দুটি পেনাল্টি থেকে বঞ্চিত করেছে। এফএমএএফ’র এক বিবৃতিতে বলা হয়েছে, ফ্রান্স বনাম মরক্কোর ম্যাচকে রেফারিং নিয়ে সন্তুষ্ট হতে না পেরে মরোক্কান ফেডারেশন ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানিয়েছে। এফআরএমএফ তাদের ওয়েবসাইটে আরো জানিয়েছে জাতীয় দলের অধিকার সমুন্নত রাখতে আমরা কখনই দ্বিধাবোধ করিনা।

ডেইলি মেইলের বরাত দিয়ে জানানো হয়েছে একটি ঘটনায় ফ্রান্সের লেফট-ব্যাক থিও হার্নান্দেজকে বক্সের ভিতর ফাউল করেছিলেন মরক্কোর ফরোয়ার্ড সোফিয়ানে বুফাল। পরবর্তীতে হার্নান্দেজের সাথে ফরাসী বক্সের ভিতর বিবাদে জড়িয়ে পড়েন বুফাল। কিন্তু রেফারি রামোস শুধুমাত্র বুফালকে হলুদ কার্ড দিয়ে সতর্ক করেন।-বাসস

বিবিসি স্টুডিওতে ধারাভাষ্য দেবার সময় ইংল্যান্ডের সাবেক তারকা রিও ফার্দিনান্দ বলেছেন, ‘আমি মনে করি পিচের যেকোন জায়গায় ঘটনাটি হোকা না কেন এটা ফাউল। তাহলে পেনাল্টি নয় কেন। তাকে যদি হলুদ কার্ড দেখানো হয় তবে পেনাল্টিও দিতে হবে। এই ধরনের ঘটনা এড়িয়ে যাবার কোন অবকাশ নেই।’

Rent for add

সর্বশেষ নিউজ

for rent