নিজস্ব প্রতিবেদক : ৪ নভেম্বর ২০২২, শুক্রবার, ২০:৩৫:২৫
সাফ অনূর্ধ্ব-১৫ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক বাংলাদেশ আগামীকাল ৫ নভেম্বর নেপালের সঙ্গে মোকাবেলা করবে। এ ম্যাচে উভয় দলই জয়ের আশাবাদ ব্যক্ত করেছে।
কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে বিকেল সাড়ে ৪টায় ম্যাচটি শুরু হবে।
এর আগে সুরভী আকন্দ প্রীতির দুর্দান্ত হ্যাটট্রিকে বাংলাদেশ ৮-০ গোলে ভুটানকে পরাজিত করে এ চ্যাম্পিয়নশিপে উড়ন্ত সূচনা করে। তবে নেপাল ৭-০ গোলে হারায় ভুটানকে।
বাংলাদেশ তাদের ফিরতি ম্যাচ খেলবে যথাক্রমে ৭ ও ১১ নভেম্বর ভুটান ও নেপালের বিপক্ষে।
উল্লেখ্য বাংলাদেশ, নেপাল ও ভুটান ডাবল লিগ বেসিস এ টুর্নামেন্টে অংশ নিচ্ছে এবং টেবিল পয়েন্টের শীর্ষ দল চ্যাম্পিয়ন হবে।
Rent for add