নিজস্ব প্রতিবেদক : ৩ নভেম্বর ২০২২, বৃহস্পতিবার, ২৩:৪৩:৪০
সাফ অনূর্ধ্ব-১৫ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে এবার ভুটানকে গোলবন্যায় ভাসালো নেপালও। বৃহস্পতিবার কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে নেপাল ৭-০ গোলে ভুটানকে পরাজিত করে। প্রথম ম্যাচে ভুটান ৮-০ গোলে হেরেছিল স্বাগতিক বাংলাদেশের কাছে। এ নিয়ে পরপর দুই ম্যাচে ১৫ গোল হজম করলো ভুটানের মেয়েরা।
নেপালের মেয়েরা খেলার প্রথমার্ধে ৪-০ গোলে এগিয়েছিল। ম্যাচের প্রথম মিনিটেই আচমকা আক্রমণ থেকে গোল আদায় করে এগিয়ে যায় নেপাল। দ্বিতীয় গোল হজমের আগ পর্যন্ত সমানতালেই খেলেছিল ভুটান। তবে দ্বিতীয় গোল খাওয়ার পরই তাদের সব প্রতিরোধ ভেঙ্গে যায়।
ভেঙে পড়ে তাসের ঘরের মতো! নিয়মিত বিরতিতে একের পর এক গোল করে নেপাল। প্রথম মিনিটে ফরোয়ার্ড বর্ষা ওলি গোল করেন। এরপর তিনি ১৭ ও ৩৪ মিনিটে টানা তিন গোল করে নিজের হ্যাটট্রিক পূরণ করেন। ৩৫ মিনিটেও আরেকটি গোল করেন। ৬৫ ও ৭২ মিনিটে সুকরিয়া মিয়া টানা দুই গোল করে স্কোরলাইন উন্নীত করেন ৬-০ তে।
৬৭ মিনিটে বক্স থেকে বের হয়ে ভুটানের গোলরক্ষক দীক্ষা রাই বল ধরলে লালকার্ড পেয়ে বহিষ্কৃত হন। দশজনের দলে পরিণত হয় ভুটান। ৮৫ মিনিটে নেপালের বদলী ফরোয়ার্ড সেনু ফারিয়ার দলের সপ্তম গোল করেন।
Rent for add