মাঠের বাইরে আর্জেন্টাইন মিডফিল্ডার পারেডেস

উরুর লো-গ্রেড ইনজুরির কারণে দুই সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেছেন জুভেন্টাসের আর্জেন্টাইন মিডফিল্ডার লিনড্রো পারেডেস। সিরি-এ ক্লাবের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

গত বছর কোপা আমেরিকা জয়ী আর্জেন্টাইন দলের সদস্য ছিলেন পারেডেস। ধারণা করা হচ্ছে আগামী নভেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত তাকে মাঠের বাইরে থাকতে হবে।

আগামী ২২ নভেম্বর কাতারে সৌদি আরবের বিপক্ষে ম্যাচ দিয়ে আর্জেন্টিনা তাদের বিশ্বকাপ মিশন শুরু করবে। তার আগেই তার মাঠে ফেরার আশা করা হচ্ছে।

এক বিবৃতিতে জুভেন্টাস জানিয়েছে, ‘আজকের অনুশীলন সেশনের পর লিনড্রো পারেডেসের পেশীতে কিছুটা সমস্যা দেখা দিয়েছে।

পরবর্তীতে কিছু পরীক্ষার পর জানা গেছে তার বাম উরুতে লো-গ্রেডের ইনজুরি রয়েছে। পুরোপুরি সুস্থ হয়ে উঠতে অন্তত ১৫ দিন সময় লাগবে।’

বিশ্বকাপে গ্রুপ-সি’তে আর্জেন্টিনার প্রতিপক্ষ মেক্সিকো, সৌদি আরব ও পোল্যান্ড।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent