বাসস : ১২ অক্টোবর ২০২২, বুধবার, ২:২৭:৩৭
কাফ ইনজুরির কারণে চ্যাম্পিয়ন্স লিগে বেনফিকার বিপক্ষে ঘরের মাঠের ম্যাচটিতে খেলতে পারছেন না পিএসজির আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। ক্লাব সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।
৩৫ বছর বয়সী মেসি গত সপ্তাহে পর্তুগালে বেনফিকার বিপক্ষে খেলতে গিয়ে ইনজুরিতে পড়েন। যদিও তার ইনজুরির মাত্র ততটা গুরুতর নয়। কিন্তু এ কারণে শনিবার লিগ ওয়ানে রেইমসের বিপক্ষে ড্র হওয়া ম্যাচটিতেও তিনি বিশ্রামে ছিলেন।
মঙ্গলবার পার্ক ডি প্রিন্সেসের ম্যাচে পিএসজি দলে আরো থাকছেন না দুই ডিফেন্ডার প্রিসনেল কিম্পেম্বে ও নুনো মেনডেস এবং মিডফিল্ডার রেনাটো সানচেজ। তিন ম্যাচে সাত পয়েন্ট নিয়ে গ্রুপ-এইচ’র শীর্ষে অবস্থান করছে পিএসজি। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে দ্বিতীয় স্থানে আছে দুইবারের ইউরোপীয়ান কাপ বিজয়ী বেনফিকা।
এবারের মৌসুমে সবধরনের প্রতিযোগিতায় পিএসজির ১৪টি ম্যাচের মধ্যে মাত্র একটিতে খেলতে পারেননি বার্সেলোনার সাবেক তারকা মেসি। রোববার মার্সেইর বিপক্ষে লা লিগায় হাই ভোল্টেজ ম্যাচে তার দলে ফিরে আসার সম্ভাবনা রয়েছে।
এদিকে নিষেধাজ্ঞার কারণে রোববারের ম্যাচটিতে খেলতে পারছেন না পিএসজির স্প্যানিশ অভিজ্ঞ ডিফেন্ডার সার্জিও রামোস।
Rent for add