গোপালগঞ্জে ফুটবল একাডেমি

বাংলাদেশের ফুটবল পুনর্জাগরণ ও শক্তিশালী ফুটবল দল গঠনের লক্ষে বছরব্যাপী ফুটবল প্রতিযোগিতা, প্রশিক্ষণ এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে শক্তিশালীকরণ শীর্ষক প্রকল্পের আওতায় গোপালগঞ্জ জেলায় একটি ফুটবল একাডেমি
হতে উঠতে যাচ্ছে।

এই প্রকল্পটি  চালুকরণের লক্ষে বৃহস্পতিবার জেলার বিভিন্ন ক্রীড়া স্থাপনা সরেজমিনে পরিদর্শন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্নসচিব (উন্নয়ন ও ক্রীড়া সংক্রান্ত) কে এম আলী রেজা, সিনিয়র সহকারী সচিব মো. আব্দুল মালেক, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সদস্য মো. ইলিয়াস হোসেন এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহকারী ম্যানেজার-প্রজেক্ট তানভীর আহমেদ সিদ্দিকী।

পরিদর্শনকালে আরো উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি জসিম উদ্দিন খসরু, গোপালগঞ্জ জেলা ফুটবল এসোসিয়েশনের সমন্বয়কারী মো. নজরুল ইসলাম নান্টু ও জেলা ক্রীড়া অফিসার মো. মনিরুজ্জামান।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent