বিশেষ সংবাদদাতা, কাঠমান্ডু (নেপাল) থেকে : ১৪ সেপ্টেম্বর ২০২২, বুধবার, ৮:২৭:২৬
সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বের খেলা শেষে সেমিফাইনালে গড়িয়েছে। ইতোমধ্যে চারটি দল শেষ চার নিশ্চিত করেছে। দু’ দিন পর আগামী ১৬ সেপ্টেম্বর ফাইনালে উঠার লড়াইয়ে দলগুলো মোকাবেলা করবে।
প্রথম সেমিফাইনালে ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ ‘বি’ গ্রুপ রানার্সআপ ভুটানের সঙ্গে এবং দ্বিতীয় সেমিফাইনালে ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন স্বাগতিক নেপাল ‘এ’ গ্রুপ রানার্সআপ ভারতের সঙ্গে মোকাবেলা করবে।
দুটি ম্যাচই নেপালের দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। স্থানীয় সময় দুপুর ১ টায় প্রথম সেমিফাইনাল এবং বিকেল সাড়ে পাঁচটায় দ্বিতীয় সেমিফাইনাল শুরু হবে।
সেমিফাইনালের দুই বিজয়ী দল আগামী ১৯ সে্প্টেম্বর ফাইনালে মোকাবেলা করবে। ম্যাচটি বিকেল সাড়ে পাঁচটায় মাঠে গড়াবে।
Rent for add