নিজস্ব প্রতিবেদক : ১২ সেপ্টেম্বর ২০২২, সোমবার, ৯:১৬:৫৬
এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সে বাংলাদেশ প্রথম ম্যাচে চমৎকার ক্রীড়াশৈলী দেখিয়ে বাহরাইনকে রুখে দিয়েছে। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ ম্যাচটি শেখ আলী বিন মুহাম্মদ আল খলিফা স্টেডিয়ামে গোলশূণ্য ড্র হয়।
এদিকে আজ ১২ সেপ্টেম্বর বাংলাদেশ সময় রাত ৯টায় লাল-সবুজের দল দ্বিতীয় ম্যাচে ভুটানের সঙ্গে মোকাবেলা করবে।
উল্লেখ্য ১০ সেপ্টেম্বর থেকে এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সের গ্রুপ ‘বি’ খেলা বাহরাইনে শুরু হয়েছে। যা ১৮ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে। ’বি’ গ্রুপে বাংলাদেশ, কাতার, নেপাল, ভুটান ও স্বাগতিক বাহরাইন অংশ নিচ্ছে।
Rent for add