নিজস্ব প্রতিবেদক : ৫ সেপ্টেম্বর ২০২২, সোমবার, ৬:৪২:২৮
সাফ অনূর্ধ্ব-১৭ ফুটবল চ্যাম্পিয়নশিপ আজ সোমবার থেকে মাঠে গড়াচ্ছে। উদ্বোধনী দিনেই বাংলাদেশ ও স্বাগতিক শ্রীলঙ্কা একে অপরের মুখোমুখি হচ্ছে। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় ম্যাচটি শুরু হবে।
শ্রীলঙ্কার কলম্বোয় ৫-১৪ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিতব্য এ চ্যাম্পিয়নশিপে ৬টি দল দুই গ্রুপে অংশ নিচ্ছে। বাংলাদেশ ‘এ’ গ্রুপে মালদ্বীপ ও স্বাগতিক শ্রীলঙ্কার মোকাবেলা করবে। অপরদিকে ‘বি’ গ্রুপে রয়েছে ভারত, নেপাল ও ভুটান।
বাফুফে টেকনিক্যাল ডিরেক্টর ও অনূর্ধ্ব-১৭ দলের কোচ পল স্মলি জয় দিয়ে এ টুর্নামেন্ট শুরু করতে চান। তবে তিনি স্বাগতিক শ্রীলঙ্কাকে শক্ত প্রতিপক্ষই ভাবছেন। এদিকে অধিনায়ক ইমরান খানও জয় দিয়ে শুরু করতে চান।
উল্লেখ্য বাংলাদেশ আগামী ৭ সেপ্টেম্বর মালদ্বীপের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলবে।
Rent for add