বাসস : ৪ সেপ্টেম্বর ২০২২, রবিবার, ২:৩২:৫২
গত মৌসুমে রিয়াল মাদ্রিদ ছেড়ে যাওয়া ব্রাজিলিয়ান ফুল-ব্যাক মার্সেলো অলিম্পিয়াকোসে যোগ দিয়েছেন। গ্রীক চ্যাম্পিয়ন ক্লাব সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।
চুক্তির বিস্তারিত নিয়ে ক্লাবের পক্ষ থেকে কোন কিছু জানানো হয়নি। কিন্তু গ্রীক গণমাধ্যমের দাবী সাবেক এই ব্রাজিলিয়ানের সাথে এক বছরের চুক্তি করেছে অলিম্পিয়াকোস, সাথে আরো এক বছরের চুক্তি বাড়ানোর শর্ত রয়েছে। একইসাথে ইউরোপা লিগে খেলার জন্য তিনি রেজিষ্ট্রারভুক্ত হয়েছে।
২০০৭ সালে রিয়াল মাদ্রিদে যোগ দেবার পর সব মিলিয়ে ৫৪৬ ম্যাচ খেলেছে মার্সেলো। রিয়ালের ১২০ বছরের ক্লাব ইতিহাসে সবচেয়ে বর্ণাঢ্য খেলোয়াড় হিসেবে পাঁচটি চ্যাম্পিয়ন্স লিগসহ ২৫টি শিরোপা নিয়ে তিনি ক্লাব ছেড়েছেন। গত মৌসুমে ক্যারিয়ারের ষষ্ঠ লা লিগা ও পঞ্চম চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতে মার্সেলো রিয়ালকে বিদায় জানান।
যদিও ক্লাব ছাড়ার পর ৩৪ বছর বয়সী এই ডিফেন্ডার অবসরের বিষয়টি উড়িয়ে দিয়েছেন। জাতীয় দলে খেলার চেয়ে তিনি ক্লাব ফুটবলে খেলার প্রতি বেশী মনোযোগী হতে চান বলেও ইঙ্গিত দিয়েছেন। ২০০৬ সালে আন্তর্জাতিক অভিষেক হওয়া মার্সেলো এ পর্যন্ত ৫৮টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন।
বর্তমানে গ্রীক সুপার লিগে দুই ম্যাচ পরে অলিম্পিয়াকোস টেবিলের তৃতীয় স্থানে রয়েছে।
Rent for add