ভ্যালেন্সিয়ায় যোগ দিলেন কাভানি

দুই বছরের চুক্তিতে স্প্যানিশ ক্লাব ভ্যালেন্সিয়ায় যোগ দিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক স্ট্রাইকার এডিনসন কাভানি। স্পেনের ক্লাবটির পক্ষ থেকে এ কথা জাননো হয়েছে।

ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ার পর ফ্রি এজেন্টে ছিলেন ৩৫ বছর বয়সী উরুগুয়ের এই ফুটবল তারকা। প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) থেকে ইউনাইটেডে যোগ দিয়েছিলেন তিনি। প্যরিসে থাকাকালে ২০০ গোল করেছেন কাভানি।

ক্লাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়,‘এডিনসন কাভানির সঙ্গে দুই বছরের চুক্তিতে সম্মত হয়েছে ভ্যালেন্সিয়া এফসি। যার মেয়াদ শেষ হবে ২০২৪ সালের ১৩ জুন।’

উরুগুয়ে জাতীয় দলের হয়েও এ পর্যন্ত ১৩৩টি ম্যাচে ৫৮ গোল করেছেন কাভানি। তার ইচ্ছা জাতীয় দলের হয়ে ২০২২ কাতার বিশ্বকাপে অংশগ্রহন করা। বর্তমনে ভ্যালেন্সিয়ার কোচের দায়িত্বে আছেন ইতালির জেনারো গাত্তুসো, যিনি নাপোলিকে ২০২০ ইতালীয় কাপের শিরোপা পাইয়ে দিয়েছেন।

লা লিগায় নবম স্থান নিয়ে গত মৌসুম শেষ করেছে ভ্যালেন্সিয়া। ওই মৌসুমে কোপা দেল রের ফাইনালে খেললেও টাইব্রেকারে রিয়াল বেতিসের কাছে হেরে শিরোপা লাভে ব্যর্থ হয় ক্লাবটি।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent