নিজস্ব প্রতিবেদক : ১৮ আগস্ট ২০২২, বৃহস্পতিবার, ২:২০:২১
বসুন্ধরা গ্রুপ দ্বিতীয় বিভাগ ফুটবল লিগে গৌড়িপুর স্পোর্টিং ক্লাব ও খিলগাঁও ফুটবল একাডেমি নিজ নিজ খেলায় জয় পেয়েছে।
গৌড়িপুর স্পোর্টিং ক্লাব ১-০ সিদ্দিকবাজার ঢাকা জুনিয়র স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে। বিজয়ী দলের ওমর ৪৫+৩ মিনিটে জয়সূচক গোল করেন।
এদিকে খিলগাঁও ফুটবল একাডেমি ২-১ গোলে হারিয়েছে লিটল ফ্রেন্ডস্ ক্লাবকে। জয়ী দলেল শামিম ২৯ মিনিটে ও আমান ৬৮ মিনিটে এবং বিজিত দলের রানা ১৫ মিনিটে গোল করেন।
Rent for add