নিজস্ব প্রতিবেদক : ৩০ জুলাই ২০২২, শনিবার, ২১:০৬:০১
হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হয়েছিল দুই ম্যাচ হাতে রেখেই। বসুন্ধরা কিংসের লক্ষ্য ছিল চ্যাম্পিয়ন হওয়ার পর দুই ম্যাচ জিতে তারা লিগ শেষ করবে। দলটি পেরেছে, আবাহনীর পর শেখ জামালকে হারিয়ে এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগ ও মৌসুম শেষ করলো তারা।
শনিবার বসুন্ধরা কিংস এরেনায় বসুন্ধরা কিংস ২-১ গোলে হারিয়েছে সাবেক চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে। দুই দলের প্রথম লেগের ম্যাচ ৩-৩ গোলে ড্র হয়েছিল।
এই ম্যাচটি হওয়ার কথা ছিল শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হোম ভেন্যু মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে। কিন্তু শেখ জামাল বাফুফেকে অনুরোধ করেছিল ম্যাচটি বসুন্ধরা এরেনায় আয়োজনের জন্য। যে কারণে কিংস ঘরের মাঠে একটি বেশি ম্যাচ খেলার সুযোগ পেয়েছে।
নবাগত স্বাধীনতা ক্রীড়া সংঘের বিপক্ষে ম্যাচ হেরে লিগযাত্রা করেছিল কিংস। এরপর ২১ ম্যাচে আর দলটিকে কেউ হারাতে পারেনি। টানা ২১ ম্যাচ অপরাজিত থেকে লিগ শেষ করলো চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস।
শনিবার শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে ম্যাচে বসুন্ধরা কিংসের হয়ে গোল করেছেন মতিন মিয়া ও ব্রাজিলিয়ান রবসন রবিনহো। শেখ জামালের গোল করেছেন সোহান।
ম্যাচ শেষ হওয়ার কিছুক্ষণ আগে লালকার্ড দেখেন দুই দলের দুই খেলোয়াড়। বসুন্ধরা কিংসের বিশ্বনাথ ঘোষ এবং শেখ জামালের উজবেকিস্তানের ওতাবেক লাল দেখে মাঠের বাইরে গেলে বাকি সময় ১০ জন করে নিয়ে খেলেছে দুই দল।
২২ ম্যাচে ১৮ জয়, ৩ ড্র ও ১ হারে ৫৭ পয়েন্ট নিয়ে লিগ শেষ করলো বসুন্ধরা কিংস। সমান ম্যাচে ৯ জয়, ৮ ড্র ও ৫ হারে ৩৫ পয়েন্ট নিয়ে টেবিলের চার নম্বরে থেকে লিগ শেষ করলো শেখ জামাল ধানমন্ডি ক্লাব। দলটি গত লিগে রানার্সআপ।
Rent for add