নিজস্ব প্রতিবেদক : ২০ জুলাই ২০২২, বুধবার, ১৯:১৫:৩৯
চট্টগ্রাম আবাহনীকে রুখে দিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগে মূল্যবান এক পয়েন্ট পেয়েছে উত্তর বারিধারা ক্লাব। বুধবার গোপালগঞ্জের শেখ ফজলুল হকে মনি স্টেডিয়ামে দুই দলের ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে।
টেবিলের নিচের চার দলের ঝুলিতে একটি পয়েন্ট যোগ হওয়া মানেই বিশাল কিছু। পয়েন্ট পাওয়া মানে পায়ের নিচে একটু মাটি পাওয়া- এমন অবস্থা। উত্তর বারিধারা ক্লাব বুধবার তেমন একটি পয়েন্ট কেড়ে নিয়েছে চট্টগ্রাম আবাহনীর কাছ থেকে।
দুই গোলে পিছিয়ে পড়ে ম্যাচ তারা ২-২ এ সমতা এনে বিশাল কৃতিত্ব দেখিয়েছে। এই ড্রয়ে যে এক পয়েন্ট ঝুলিতে যোগ হয়েছে উত্তর বারিধারার তা মহামূল্যবান। যদিও এই পয়েন্ট তাদের অবনমন থেকে বাঁচার নিশ্চয়তা দেয়নি।
২০ ম্যাচে ১৪ পয়েন্ট পাওয়া উত্তর বারিধারার কপালে কি আছে তা নির্ভর করবে তাদের পরের দুই ম্যাচের ওপর। মারুফুল হকের চট্টগ্রাম আবাহনীর জন্য ম্যাচটির ফল অপ্রত্যাশিত। শক্তিতে এগিয়ে, ম্যাচেও গিয়েছিল ২-০ গোলে এগিয়ে। সেই এগিয়ে থাকাটা ধরে রাখতে পারেনি চট্টলার দলটি। ২-২ গোলে ড্র করে হারিয়েছে ২ পয়েন্ট।
১০ মিনিটে সাখাওয়াত রনির গোলে এগিয়ে যায় চট্টগ্রাম আবাহনী। ৩৭ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন আরিফুল। প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধ শুরু করে দুটি গোল হজম করে চট্টগ্রামের আকাশী-নীলরা। ৫০ মিনিটে ফজিলভ ও ৭৮ মিনিটে আরিফ গোল করে বারিধারাকে মূল্যবান এক পয়েন্ট এনে দেন। ২০ ম্যাচে চট্টগ্রাম আবাহনীর পয়েন্ট ২৭ পয়েন্ট। দলটি আছে টেবিলে ৭ নম্বরে।
Rent for add