নিজস্ব প্রতিবেদক : ২০ জুলাই ২০২২, বুধবার, ১৫:১৭:০৩
স্বাধীনতা ও ফেডারেশন কাপে চ্যাম্পিয়ন হওয়ার পর আবাহনীর লক্ষ্য ছিল ট্রেবল জয়। বাংলাদেশ প্রিমিয়ার লিগের ১৯ রাউন্ড পর্যন্ত চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা বেঁচেও ছিল আকাশী-নীলদের। কিন্তু ৬ বারের চ্যাম্পিয়নদের ট্রেবল জয়ের স্বপ্ন গুঁড়িয়ে একদিন আগে মুন্সিগঞ্জে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন উদযাপন করেছে বসুন্ধরা কিংস।
চ্যাম্পিয়ন হতে না পারা আবাহনীই ছিল রানার্সআপ হওয়ার সবচেয়ে বড় দাবিদার। বেশি ম্যাচ অপেক্ষা করতে হয়নি, কিংসের চ্যাম্পিয়ন হওয়ার পরদিনই প্রিমিয়ার লিগ পেয়ে যায় রানার্সআপ।
মঙ্গলবার কুমিল্লার ভাষা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে আবাহনী নিশ্চিত করে রানার্সআপ হওয়া। আবাহনী ২০ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে টেবিলে দ্বিতীয় হওয়া নিশ্চিত করলো।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের মূল আকর্ষণ শেষ। এখন দেখার কোন দুটি দল অবনমন হয় শীর্ষ লিগ থেকে। রেলিগেশন থেকে বাঁচার লড়াই করে যাচ্ছে স্বাধীনতা ক্রীড়া সংঘ, মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র ও উত্তর বারিধারা ক্লাব।
আবাহনী ও শেখ জামালের প্রথম পর্বের ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছিল। এ ম্যাচটিতেও হাড্ডাহাড্ডি লড়াই হবে ধরে নেওয়া হয়েছিল। কিন্তু ৯০ মিনিটের ম্যাচে শেখ জামালকে কোন সুযোগই দেয়নি ৬ বারের চ্যাম্পিয়নরা। গত লিগে শেখ জামাল রানার্সআপ হয়েছিল। এবার সেই অবস্থানও হারালো তিনবারের চ্যাম্পিয়নরা। তিন থেকে দুইয়ে উঠলো আবাহনী।
এক পেশে ম্যাচে জোড়া গোল করেছেন অধিনায়ক নাবিব নেওয়াজ জীবন। তিনি করেছেন দ্বিতীয়ার্ধে দলের শেষ দুটি গোল। একটি রাকিবের ক্রস থেকে দুর্দান্ত প্লেসিংয়ে, আরেকটি কলিন্দ্রেসের কর্নার থেকে নিখুঁত হেডে। অন্য তিন গোল হয়েছে প্রথমার্ধে। করেছেন ইমন বাবু, ব্রাজিলিয়ান রাফায়েল আগস্ত ও কোস্টারিকান ড্যানিয়েল কলিন্দ্রেস।
Rent for add