বাসস : ৮ মে ২০২২, রবিবার, ২২:০৭:৩২
২২ বছরের মধ্যে প্রথমবারের মতো ফ্রেঞ্চ কাপ জয় করলো নঁতে। শনিবার স্তাদে ডি ফ্রান্সে ফাইনালে তারা ১-০ গোলে হারিয়েছে নিসকে। ম্যাচের ৪৭ মিনিটে পেনাল্টি থেকে নঁতের হয়ে জয়সূচক গোল করেন লুডোভিক ব্লাস। ২০০১ সালে লিগ ওয়ানের শিরোপা জয়ের পর এটি তাদের বড় কোন শিরোপা।
নঁতের কোচ আতোয়ান কম্বোয়ার বলেন,‘আমি স্বপ্নেও ভাবিনি যে আমি নতেঁর প্রশিক্ষণ দেবো এবং শিরোপা জয় করবো।’ প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) দায়িত্ব কাতারি মালিকানায় যাবার পর প্রথম ক্লাবটির কোচের দায়িত্ব থেকে বরখাস্ত হয়েছিলেন তিনি।
কম্বোয়ার বলেন,‘আমরা কোথাও ছিলাম না। আমরা গত বছর লিগ -২ শেষ করতাম। এখন আমরা ইউরোপা লিগ ও চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাচ্ছি। এটি বিশ্বাস করা কঠিন। এটি অবিশ্বাস্য এবং প্রায় অলৌকিক ঘটনা মনে হচ্ছে।’
গত মৌসুমে প্লে অফ খেলে রেলিগেশন থেকে মুক্তি পেয়েছিল নঁতে। আর দলটিই চতুর্থবারের মতো লাভ করেছে ফ্রেঞ্চকাপের ট্রফি। সেই সঙ্গে প্রায় দুই দশকের মধ্যে প্রথমবার ইউরোপা লিগে খেলার যোগ্যতা অর্জন করেছে।
নিসের কোচ ক্রিস্টোফ গালটিয়ার বলেন,‘এটি দূর্ভাগ্যজনক। আপনি যখন ফাইনাল খেলবেন তখন চমৎকার এই ট্রফিটি জয়ের জন্য সবকিছুই আপনাকে করতে হবে।’ মহামারির কারণে দুটি ফাইনাল দর্শকশূন্য মাঠে অনুষ্ঠিত হওয়ায় গতকাল স্তাদে ডি ফ্রান্সে দর্শকের ঢল নেমেছিল। আনুমানিক ৮০ হাজার দর্শক স্টেডিয়ামে উপস্থিত হয়েছিল, যাদের দুই তৃতীয়াংশই নঁতের সমর্থক।
১৯৯৭ সালের পর টুর্নামেন্টের প্রথম ফাইনালে পৌঁছার পথে নিস পরাজিত করেছে পিএসজি ও মার্সেইকে। তবে গতকাল বারবার গোল করতে ব্যর্থ হয়েছেন আমিন গৌরি ও ক্যাস্পার ডলবার্গ। জানুয়ারি থেকেই লিগে গোল খরায় ভুগছেন তারা।
প্রথমবারের মতো নারী রেফারির তত্বাবধানে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচের ৪৭ মিনিটে হিছাম বউদাউই’র হ্যান্ডবলের কারণে পেনাল্টি পায় নঁতে। আর স্পট কিক থেকে সফলতার সঙ্গে লক্ষ্যভেদ করেন ব্লাস। গোলটির পরপরই উল্লাসে মেতে উঠে নঁতের খেলোয়াড় ও সমর্থকরা।
Rent for add