এক দশক পর এফএ কাপের ফাইনালে লিভারপুল

সাদিও মানের জোড়া গোলে ম্যানচেস্টার সিটিকে ৩-২ ব্যবধানে পরাজিত করে এফএ কাপের ফাইনাল নিশ্চিত করেছে লিভারপুল। এই জয়ের মাধ্যমে ঐতিহাসিক কোয়াড্রাপল জয়ের স্বপ্ন এখনো টিকিয়ে রেখেছে অল রেডসরা।

এক মৌসুমে চারটি শিরোপা জয়ের খুব কাছাকাছি পৌঁছে গেছে জার্গেন ক্লপের দল। ওয়েম্বলির সেমিফাইনালে শনিবার সিটিকে হারিয়ে সেই স্বপ্ন অনেকটাই জাগিয়ে তুলেছে লিভারপুল।

প্রথমার্ধে লিভারপুলের দুর্দান্ত পারফরমেন্সে ৩-০ গোলে পিছিয়ে পড়েছিল সিটিজেনরা। দ্বিতীয়ার্ধে দুই গোল পরিশোধ করলেও শেষ রক্ষা হয়নি। ইব্রাহিমা কোনাটে প্রথমে লিভারপুলকে এগিয়ে দেন। এরপর সিটি গোলরক্ষক জ্যাক স্টিফানের ব্যর্থতায় ব্যবধান দ্বিগুণ করেন মানে। সেনেগালিজ ফরোয়ার্ড মানে বিরতির ঠিক আগে আরো এক গোল করলে সিটির কাছে ম্যাচে ফিরে আসা কঠিন হয়ে পড়ে। যদিও জ্যাক গ্রীলিশ ও বার্নান্ডো সিলভার দুই গোলে কিছুটা লড়াইয়ের ইঙ্গিত দিয়েছিন সিটিজেনরা।

২০১২ সালে পর এই প্রথমবারের মত এফএ কাপের ফাইনালে খেলবে লিভারপুল। আগামী ১৪ মে অনুষ্ঠিতব্য ফাইনালে তাদের প্রতিপক্ষ চেলসি ও ক্রিস্টাল প্যালেসের মধ্যকার আরেক সেমিফাইনালে বিজয়ী দল। এ নিয়ে ১৫ বারের মত এফএ কাপের ফাইনালে উঠেছে লিভারপুল। ২০০৬ সালের পর আর শিরোপা জেতা হয়নি।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent