অত্যাধুনিক ট্রেনিং সেন্টার হচ্ছে কক্সবাজারে

ফিফার অর্থায়নে একটি অত্যাধুনিক ট্রেনিং সেন্টার তৈরির জন্য কক্সবাজারে জায়গা খুঁজছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

এই ট্রেনিং সেন্টারের জন্য ফিফা দেবে ৩ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ২৮ কোটি ২৫ লাখ টাকা)। কাজ শুরু করলেই অর্থ ছাড় দেবে ফিফা। কিন্তু বাফুফে এখনো জমিই ঠিক করতে পারেনি।

কক্সবাজারের কয়েকটি জায়গা দেখেছেন জাতীয় ক্রীড়া পরিষদ ও বাফুফে কর্মকর্তারা। কিন্তু ট্রেনিং সেন্টারের জন্য কোন জায়গা নির্দিষ্ট করতে পারেনি। মঙ্গলবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, জাতীয় ক্রীড়া পরিষদ ও বাফুফে কর্মকর্তারা আবারো কয়েকটি জায়গা পরিদর্শন করেছেন। ক্রীড়া প্রশাসনের কর্মকর্তারা টেকনাফের সাবারাং এবং রামুর কুনিয়াপালং নামক জায়গা দেখেছেন।

ফিফা গত ডিসেম্বরের মধ্যেই ট্রেনিং সেন্টারের জন্য জায়গা ঠিকঠাক করতে নির্দেশ দিয়েছিল। সেটা পারেনি জাতীয় ক্রীড়া পরিষদ ও বাফুফে। তাই পূনরায় তাগাদা দিয়েছে ফিফা।

বাফুফে সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগ বলেছেন, ‘ট্রেনিং সেন্টার নির্মাণের জন্য ফিফা ১৫ থেকে ২০ একর জায়গা বরাদ্দ নিতে বলেছে। আমরা যে জায়গাগুলো দেখেছি সেখানে ২৫ একরের জায়গাও আছে। আমরা জায়গা বরাদ্দ পেলেই ফিফা অর্থ ছাড় দেবে ট্রেনিং সেন্টার নির্মানের জন্য।’

কক্সবাজারে একাডেমি কাম ট্রেনিং সেন্টার নির্মাণের জন্য প্রস্তাবিত স্থানসমূহ পরিদর্শনের জন্য কমিটি গঠন করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। কমিটির আহ্বায়ক করা হয়েছে মন্ত্রণালয়ের যুগ্মসচিব (উন্নয়ন ও ক্রীড়া) কে এম আলী রেজাকে।

কমিটির সদস্য সচিব কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)। তিন সদস্য হচ্ছেন- জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন), পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিনিধি এবং বাফুফের সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগ।

কমিটি মঙ্গলবার যে জায়গা পরিদর্শন করেছে তার প্রতিবেদন দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়কে।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent