নিজস্ব প্রতিবেদক : ১১ এপ্রিল ২০২২, সোমবার, ১৯:৫৬:১৯
মঙ্গলবার সিলেটে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল বাংলাদেশের আবাহনী ও মালদ্বীপের ভ্যালেন্সিয়া ক্লাবের মধ্যে এএফসি কাপে প্লে-অফ ম্যাচ। রোবরাত রাতে মালদ্বীপের ক্লাবটির বাংলাদেশে আসার কথা থাকলেও আসেনি। যে কারণে ম্যাচটি হচ্ছে না। তাই ওয়াকওভার পেয়েছে আবাহনী।
এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) থেকে সোমবার সন্ধ্যা নাগাদ অফিসিয়াল সিদ্ধান্ত এসেছে বলে জানিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগ।
ম্যাচটি ওয়াকওভার পাওয়ায় আবাহনী উঠে গেছে প্লে-অফের পরের রাউন্ডে। ১৯ এপ্রিল আবাহনী পরের প্লে-অফ ম্যাচ খেলবে ভারতের মোহনবাগান ও শ্রীলংকার ব্লু স্টারের বিপক্ষে বিজয়ী দলের বিপক্ষে। এই ম্যাচটি হবে মঙ্গলবার। ম্যাচটির পরেই জানা যানা যাবে আবাহনীর প্রতিপক্ষের নাম।
১৯ এপ্রিল জিততে পারলে আবাহনী খেলবে গ্রুপ পর্বে। ‘ডি’ গ্রুপে বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস, ভারতের গোকুলাম কেরালা ও মালদ্বীপের মাজিয়া। গ্রুপের পর্বের খেলা হবে ভারতের কলকাতায় ১৮ থেকে ২৪ মে।
Rent for add