নিজস্ব প্রতিবেদক : ৯ এপ্রিল ২০২২, শনিবার, ২১:৩৫:২৮
জিততে যেন ভুলেই গিয়েছিল শেখ রাসেল ক্রীড়া চক্র। ১০ ম্যাচে মাত্র এক জয়- এমন পরিসংখ্যান নিয়ে শনিবার ঘরের মাঠ বসুন্ধরা কিংস এরেনায় খেলতে নেমেছিল স্বাধীনতা ক্রীড়া সংঘের বিপক্ষে।
শেষ ম্যাচটা জিতেছে জুলফিকার মাহমুদ মিন্টুর দল। ২-১ গোলে এই ম্যাচটি জিতে শেখ রাসেল এক লাফে তিন ধাপ ওপরে উঠেছে পয়েন্ট টেবিলে।
শেখ রাসেল ক্রীড়া চক্র ও স্বাধীনতা ক্রীড়া সংঘের ম্যাচ দিয়ে শনিবার শেষ হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রথম পর্ব। রেলিগেশন জোনের আশপাশ দিয়ে থাকা শেখ রাসেল এই জয়ে পয়েন্ট টেবিলে অষ্টম স্থানে উঠে গেছে। লিগে এটি শেখ রাসেলের দ্বিতীয় জয়। আর জয়টি এসেছে ৭ ম্যাচ পর।
১৩ মিনিটে মানিক মোল্লার গোলে এগিয়ে যায় শেখ রাসেল। ২০ মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন কিরগিজস্তানের আইজার আকমরভ। এই আইজার ৭৭ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড পেয়ে মাঠ ত্যাগ করলে বাকি সময় ১০ জনের দল নিয়ে খেলতে হয় শেখ রাসেলকে।
স্বাধীনতা ক্রীড়া সংঘ ব্যবধান কমিয়েছিলেন উজবেকিস্তানের মাভলনভের গোলে। ১১ ম্যাচে শেখ রাসেল ক্রীড়া চক্রের পয়েন্ট ১৭ এবং সমান ম্যাচে স্বাধীনতা ক্রীড়া সংঘ ৬ পয়েন্ট নিয়ে টেবিলে সবার নিচে।
Rent for add