নিজস্ব প্রতিবেদক : ২৭ মার্চ ২০২২, রবিবার, ২১:৩৩:০৯
কুল-বিএসজেএ মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। রোববার প্রথম দিনের খেলা জয় পেয়েছে ইন্ডিপেডেন্ট টেলিভিশন, ঢাকা পোষ্ট, জিটিভি, যমুনা টেলিভিশন ও টি স্পোর্টস।
অন্যান্য বছরের ন্যয় এবারও ২৪টি মিডিয়া হাউজ নিয়ে স্কয়ার টয়লেট্রিজের পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস এসোসিয়েশনের ব্যবস্থাপনায় আমন্ত্রণমূলক কুল-বিএসজেএ মিডিয়া কাপ ফুটবল আজ থেকে শুরু হয়েছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন ভবন সংলগ্ন আর্টিফিশিয়াল টার্ফে রোববার টুর্নামেন্টের উদ্বোধন করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের জ্যেষ্ঠ সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ, সাবেক জাতীয় ফুটবলার ও কোচ হাসানুজ্জামান খান বাবলু, স্কয়ার টয়লেট্রিজের সিনিয়র ম্যানেজার (মার্কেটিং) ফজলেল মাহমুদ রনি, বাংলাদেশ স্পোটর্স জার্নালিস্টস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আনিসুর রহমান, সহ-সভাপতি ও টুর্নামেন্ট কমিটির আহবায়ক রায়হান আল মুঘনি এবং টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব রবিউল ইসলাম উপস্থিত ছিলেন।
প্রথম দিন খেলায় সবচেয়ে বড় জয় পেযেছে ইন্ডিপেডেন্ট টেলিভিশন। ইন্ডিপেডেন্ট টেলিভিশন ৫-০ গোলে হারিয়েছে মাছরাঙা টেলিভিশনকে। ২ গোল করে ম্যাচসেরা নির্বাচিত হন মাঝহারুল ইসলাম।
অপর খেলায় পিছিয়ে পড়ে দারুণ জয় পায় টি স্পোর্টস। দৈনিক যুগান্তরকে ৩-১ গোলে হারিয়েছে টি স্পোর্টস। ম্যাচসেরা নির্বাচিত হন ইমরান বিন ফেরদৌস।
দৈনিক প্রথম আলোকে ২-০ গোলে হারিয়েছে যমুনা টেলিভিশন। ম্যাচে দুটি গোল করেন আসাদুজ্জামান। জিটিভিও সমান ব্যবধানে হারিয়েছে ডেইলি সানকে। ম্যাচসেরা নির্বাচিত হন সাইফুল ইসলাম। ঢাকা পোষ্ট ৩-১ গোলে হারিয়েছে একাত্তর টেলিভিশনকে। ম্যাচসেরা হয়েছেন মনি আচার্য্য।
এছাড়া মানবজমিন ও সময় টেলিভিশন, নিউজ ২৪ ও দৈনিক ইনকিলাবের ম্যাচ ১-১ গোলে এবং একুশে
টেলিভিশন ও কালের কণ্ঠের ম্যাচ গোলশূন্য ড্র হয়েছে।
Rent for add