কাতার বিশ্বকাপ নিয়ে ফিফার সমালোচনায় ফন গাল


কাতারে বিশ্বকাপ আয়োজনের সিদ্ধান্ত একেবারেই হাস্যকর বলে মন্তব্য করেছেন নেদারল্যান্ডের কোচ লুইস ফন গাল। তিনি আরো বলেন শুধুমাত্র আর্থিক ও বাণিজ্যিক দিক বিবেচনা করে মধ্যপ্রাচ্যে বিশ্বকাপের মত একটি টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে ফিফা।

অভিজ্ঞ এই ডাচ কোচ বলেছেন কাতারকে বিশ্বকাপ আয়োজনের স্বত্ব দেবার বিষয়টিতেও জালিয়াতি করা হয়েছে।

আগামী ২১ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত কাতারে অনুষ্ঠিত হতে যাচ্ছে এবারের বিশ্বকাপ। কিন্তু মধ্যপ্রাচ্যের গরমের বিষয়টি চিন্তা করে ইউরোপীয়ান অনেক দেশের আপত্তির জেরে শেষ পর্যন্ত স্বাভাবিক সময়ের চেয়ে পিছিয়ে নভেম্বর-ডিসেম্বরে টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত নেয় ফিফা। এ কারণে ঘরোয়া আসরগুলোর সময় ও সূচি নির্ধারণে বিশ্বের বড় বড় লিগগুলোকে বেশ বেগ পেতে হয়েছে।

আগামী আটদিনে বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে ডেনমার্ক ও জার্মানীর বিপক্ষে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে নেদারল্যান্ড। সেই ম্যাচগুলোকে সামনে রেখে সংবাদ সম্মেলনে ফন গাল বলেছেন, ‘আমরা এমন কিছু দেশে ফুটবল খেলতে যাই যেখানে ফিফা জানিয়ে রাখে ফুটবলের উন্নতিতে সহযোগিতা করতে তারা এই দেশটিকে বেছে নিয়েছে। বিষয়টি মোটেই মানা যায়না। কাতারের টুর্নামেন্টের পিছনে অর্থ ও বাণিজ্যের আগ্রহ ছাড়া আর কিছুই নেই। ফিফার কাছে এটাই গুরুত্বপূর্ণ।’

কাতারের মানবাধিকতার পরিস্থিতি পর্যালোচনার যে কমিশন ডাচ এফএ’তে (কেএনভিবি) রয়েছে তার সদস্য হিসেবে কাজ করছেন ৭০ বছর বয়সী ফন গাল। বিশ্বের যে অল্প কয়েকটি ফুটবল এসোসিয়েশন কাতারের মানবাধিকার পরিস্থিতির সমালোচনা করেছে তার মধ্যে কেএনভিবি অন্যতম। গত বছর কাতার সফরের পর এক বিবৃবিতে ডাচ এফএ জানিয়েছিল, ‘বিশ্বকাপের মত একটি বড় আসর কাতারে আয়োজনের ব্যপারে কেএনভিবি কখনই সমর্থন করেনি। অভিবাসী শ্রমিকরা এখানে যেভাবে মানবেতর জীবন যাপন করছে তা কখনই সমর্থনযোগ্য নয়।’

২০১০ সালে মধ্যপ্রাচ্যে প্রথমবারের মত বিশ্বকাপ আয়োজনের স্বত্ব লাভ করার পর থেকেই অবকাঠোমো নির্মানে কাতার তাদের শ্রমিকদের সাথে কি ধরনের আচরণ করছে তা নিয়ে আন্তর্জাতিক ভাবে পর্যালোচনা করা হয়েছে। গত বছর ডাচ, জার্মানী ও নরওয়ের খেলোয়াড়রা বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের আগে কাতারের মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিল। ব্রিটেনের গার্ডিয়ান পত্রিকা জানিয়েছে আয়োজক স্বত্ব লাভ করার পর অন্তত সাড়ে ছয় হাজার অভিবাসী নির্মাণ শ্রমিক কাতারে মারা গেছেন।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent