বাসস : ১৮ মার্চ ২০২২, শুক্রবার, ২৩:১৮:৪৯
পিছিয়ে পড়েও পিয়েরে আবামেয়াংয়ের গোলে গ্যালাতাসারের বিপক্ষে জয় পেয়েছে বার্সেলোনা। বৃহস্পতিবার ২-১ গোলের এই জয়ে ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত কাতালানরা।
গত সপ্তাহে ক্যাম্প ন্যুয়ে প্রথম লেগে গোল শূন্য ড্র হওয়ায় ইস্তাম্বুলে দ্বিতীয় লেগের ম্যাচে মারকাওয়ের ২৮তম মিনিটের গোলে গ্যালাতাসারে এগিয়ে গেলে শংকায় পড়ে যায় জাভি হার্নান্দেজের শিষ্যরা। তবে বিরতিতে যাবার আগেই গোলটি পরিশোধ করে কাতালান শিবিরে স্বস্তি ফিরিয়ে দেন বার্সার ১৯ বছর বয়সি মিডফিল্ডার পেড্রি।
২০০৪ সালের পর প্রথমবারের মতো ইউরোপের দ্বিতীয় বিভাগের এই টুর্নামেন্ট খেলছে কাতালান জায়ান্টরা। চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্ব থেকে দুর্ভাগ্যজনকভাবে ছিটকে পড়ায় ইউরোপায় অংশ নিতে বাধ্য হয়েছে স্প্যানিশ এই অভিজাত ক্লাবটি।
বিরতি থেকে মাঠে ফেরার পরপরই ফের গোল করে লিড নেয় বার্সা। আসরে এই প্রথম তারা বিরতির পর ৫ মিনিটেরও কম সময়ের মধ্যে লিড নিতে সক্ষম হলো।
ফ্রেঙ্কি ডি জংয়ের পাসের বল টোকা মেরে জালে জড়িয়ে দেন আর্সেনালের সঙ্গে সম্পর্ক চ্ছেদ করে গত জানুয়ারিতে স্পেনে পাড়ি জমানো আবামেয়াং। নতুন ক্লাবের হয়ে এটি ছিল তার সপ্তম গোল।
জাভি বলেন,‘দারুণ আভিজাত্য নিয়ে আমরা এই ম্যাচটি খেলতে পেরেছি। খুব ভালো একটি দলের বিপক্ষে এভাবে লড়াইয়ে ফেরাটা ছিল সাধারণ পারফর্মেন্স। তারা জানে আমাদের বিপক্ষে কিভাবে আত্মরক্ষা করতে হয়। তবে আমরা যথেষ্ট ধৈর্য্যের পরিচয় দিয়েছি। আমি ছেলেদের প্রতি সন্তুষ্ট।’
বর্তমানে লা লিগার পয়েন্ট তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে বার্সেলোনা। শীর্ষধারী রিয়াল মাদ্রিদের চেয়ে ১৫ পয়েন্টে পিছিয়ে আছে। যে কারণে এখন কাতালান জায়ান্টদের প্রধান লক্ষ্য শীর্ষ চারে থেকে লিগ শেষ করে আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে সরাসরি খেলা নিশ্চিত করা।
Rent for add