বাসস : ১৪ মার্চ ২০২২, সোমবার, ০:৪০:৪৭
মাঠের খেলাধুলার সাথে পিপাসার (পানি পান) সম্পর্ক অত্যন্ত নিবিড়। বর্তমানে পিপাসা নিবারণের সবচেয়ে ভাল মাধ্যম মিনারেল ওয়াটার। এতদিন ধরে বাফুফে নিজস্ব খরচেই সব প্রয়োজনে মিনারেল পানির ব্যবস্থা করে আসছিল। প্রথমবারের মত বাফুফে বেভারেজ পার্টনার পেল। টিকে গ্রুপের সাথে বাফুফের দুই বছরের চুক্তি হয়েছে। চুক্তির আওতায় বাফুফের সবধরনের প্রতিযোগিতায় (মাঠ ও মাঠের বাইরে) প্রয়োজনীয় পানির বোতল সরবারহ করবে টিকে গ্রুপের অন্যতম প্রতিষ্ঠান পুষ্টি।
বাফুফে ভবনে রোববার বাফুফের সিনিয়র সহসভাপতি আব্দুস সালাম মুর্শেদী বলেন, বছরে আমাদের পানির খাতে প্রায় ৫৪ লাখ টাকা খরচ হয়। এখন থেকে সেটা আর লাগছে না। পুষ্টি আমাদের সবধরনের আয়োজনে পানি সরবরাহ করবে।
বছরে ৫৪ লাখ টাকা ব্যয় অর্থ হচ্ছে প্রতি মাসে বাফুফের সাড়ে চার লাখ টাকার উপরে। নারী দল, একাডেমি দলের অনুশীলনে অনেক পানির বোতল ব্যবহৃত হয়। এছাড়া বহুজাতিক আন্তর্জাতিক টুর্নামেন্টের ক্ষেত্রেও পানির ব্যবহার বাড়ে বহুগুণে।
টিকে গ্রুপের ডিরেক্টর মার্কেটিং মোফাসসেল হক বাফুফের সাথে চুক্তি করতে পেরে বেশ উচ্ছ্বসিত, ‘আমরা সালাম ভাই, সালাউদ্দিন ভাই পরবর্তীতে আসলাম ভাই, কায়সার হামিদদের খেলা দেখেছি। ফুটবলের অনেক জনপ্রিয়তা ছিল। সেই ফুটবলের সাথে কাজ করার সুযোগ পেয়ে আমরা দারুণ খুশি। ভবিষ্যতে আমরা ফুটবলের আরো অন্য ক্ষেত্রেও থাকার চেষ্টা করব।
বাফুফেতে কাজী সালাউদ্দিন-সালাম মুর্শেদীরা এক যুগের বেশি সময় ধরে আছেন। তারা দীর্ঘদিন থাকার পরেও বাফুফের মাকের্টিংয়ে পেশাদারিত্ব নেই, এমনকি নেই মার্কেটিং কমিটিও। এ প্রসঙ্গে সিনিয়র সহসভাপতি বলেন, আসলে যখন যে টুর্নামেন্ট বা কাজ হয় তখন সেই কমিটির প্রধানরা মূলত মার্কেটিংয়ের কাজ করেন। সেই অর্থে বলতে পারেন আমরাও মার্কেটিং অফিসার। তবে এটা সত্যি আমাদের মার্কেটিংয়ে পেশাদারিত্বে ঘাটতি ছিল। যার প্রভাবে স্পন্সরে কমেছে। সেটা কাটিয়ে উঠছি সামনে।
বাফুফে ভবনে সংবাদ সম্মেলন ও চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাফুফে সদস্য জাকির হোসেন চৌধুরী, ইমতিয়াজ হামিদ সবুজ ছাড়াও পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের শীর্ষ কর্তাব্যক্তিরা উপস্থিত ছিলেন।
Rent for add