নিজস্ব প্রতিবেদক : ২ মার্চ ২০২২, বুধবার, ২০:৩০:১৩
ভারতের ঐতিহ্যবাহী ফুটবল টুর্নামেন্ট স্বামী বিবেকানন্দ ইন্টারন্যাশনাল গোল্ড কাপে আমন্ত্রণ জানানো হয়েছে বাংলাদেশের ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান স্পোর্টিং ক্লাবকে।
মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের পরিচালক ও ফুটবল কমিটির সম্পাদক আবু হাসান চৌধুরী প্রিন্সকে দুই দিন আগে আনুষ্ঠানিক চিঠি দিয়ে এই আমন্ত্রণ জানানো হয়েছে।
আগামী ৩ থেকে ২৪ এপ্রিল পশ্চিমবঙ্গের কলকাতা ও হরদিয়ায় হবে ৮ দলের এই টুর্নামেন্ট। ভারতের এবং অন্য দেশের বেশ কয়েকটি দল অংশ নেবে এই টুর্নামেন্টে।
মোহামেডান স্পোর্টিং ক্লাব আয়োজকদের আমন্ত্রণে সাড়া দিয়ে টুর্নামেন্টে অংশ নেবে কি না সে বিষয়ে এখনও সিদ্ধান্ত নেয়নি।
এ বিষয়ে ক্লাবের পরিচালক ও ফুটবল কমিটির সম্পাদক আবু হাসান চৌধুরী প্রিন্স বলেছেন, ‘আমরা প্রিমিয়ার লিগের সূচির সঙ্গে টুর্নামেন্টের সূচি মিলিয়ে দেখছি। তারপর ফুটবল কমিটির সঙ্গে সভা করে এবং কোচের মতামত নিয়ে সিদ্ধান্ত নেবো।’
Rent for add