নিজস্ব প্রতিবেদক : ২২ ফেব্রুয়ারি ২০২২, মঙ্গলবার, ২০:০২:৩১
একেই বলে কানের কাছ দিয়ে গুলি চলে যাওয়া। অল্পের জন্য বসুন্ধরা কিংস পয়েন্ট হারানো থেকে বেঁচে গেলো রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির বিপক্ষে। প্রথমে পিছিয়ে পড়ে শেষ পর্যন্ত ৩-২ গোলের জয় নিয়ে ঘরের মাঠ ছেড়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।
মঙ্গলবার বসুন্ধরা কিংস অ্যারেনায় নাইজেরিয়ান সানডে চিজোবার গোলে ২৮ মিনিটে লিড নিয়েছিল রহমতগঞ্জ। বেশিক্ষণ অবশ্য এগিয়ে থাকতে পারেনি পুরোনো ঢাকার দলটি। ৩২ মিনিটে ব্রাজিলিয়ান রবসন রবিনহোর দুর্দান্ত গোলে ম্যাচে ফের স্বাগতিক দল। রবসনের একটি লংবল ধরে কিংসকে ২-১ গোলে এগিয়েছিলেন মোহাম্মদ ইব্রাহিম। ম্যাচের বয়স তখন ৪৪ মিনিট।
তবে স্বস্তি নিয়ে বিরতিতে যেতে পারেনি চ্যাম্পিয়নরা। ইনজুরি সময়ে পেনাল্টি পায় রহমতগঞ্জ। সানডে তার দ্বিতীয় গোল করে ম্যাচে ফেরায় রহমতগঞ্জকে।
এই মৌসুমে বেশ কয়েকটি ম্যাচে কামব্যাকের গল্প লেখা রহমতগঞ্জ ভয় ধরিয়ে দিয়েছিল বসুন্ধরা কিংসকে। তবে দ্বিতীয়ার্ধে তারা গোলের সুযোগগুলো হাতছাড়া করেছে। সানডে একবার সহজ সুযোগ নষ্ট করে নিজে যেমন হ্যাটট্রিক থেকে বঞ্চিত হয়েছেন, তেমন দলকে ম্যাচে ফেরাতে ব্যর্থ হয়েছেন।
৭৫ মিনিটে রবসন রবিনহোর কর্নার কিক থেকে দারুণ হেডে গোল করেছেন ইয়াছিন। স্থানীয় ফুটবলাররা ম্যাচ জেতাতে পারেন না-সেই ধারনা বদলে দিয়ে ইয়াছিন গোল করে জিতিয়েছেন তারকায় ভরা কিংসকে।
ঘরের মাঠের এই জয় বসুন্ধরা কিংসকে তুলেছে পয়েন্ট টেবিলের শীর্ষে। ৫ ম্যাচ ১২ পয়েন্ট বসুন্ধরা কিংসের। সমান ম্যাচে রহমতগঞ্জের পয়েন্ট ১। দলটি আছে ১১ নম্বরে।
Rent for add