করোনার জরুরী আইন তুলে নিল প্রিমিয়ার লিগ

করোনা পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়ে আসায় ডিসেম্বর থেকে শুরু হওয়া সব ধরনের কোভিড-১৯ জরুরী আইন আনুষ্ঠানিক ভাবে তুলে নিয়েছে প্রিমিয়ার লিগ।

বড়দিনের সময় ইংল্যান্ড জুড়ে ব্যাপক হারে করোনার নতুন ধরন ওমিক্রন ছড়িয়ে পড়ার পর প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ জরুরী কিছু বিষয় আরোপ করতে বাধ্য হয়। কিন্তু বৃহস্পতিবার এক সভার মাধ্যমে এসব তুলে নেবার সিদ্ধান্ত নেয়া হয়েছে। ডিসেম্বর জুড়ে ওমিক্রনের কারণে প্রিমিয়ার লিগের ২২টি ম্যাচ বাতিল করা হয়েছিল। তবে গত সাতদিনে মাত্র ২২টি পজিটিভ কেস আসায় অনেকটাই স্বস্তি ফিরে এসেছে ইংলিশ লিগের ক্লাবগুলোতে।

জরুরী বিধিনিষেধ তুলে নেবার কারণে স্টেডিয়ামে প্রবেশে এখন আর মাস্ক পরিধান বাধ্যতামূলক নয়। আইসোলেশনের সময়সীমাও কমিয়ে আনা হয়েছে। সপ্তাহে দুইবার এন্টিজেন টেস্ট করা হবে। তবে ইনডোর গেমসগুলোতে সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়টি বহাল রয়েছে।

ব্রিটিশ সরকার আগেরদিনই ঘোষণা দিয়েছে ২০ ফেব্রুয়ারি থেকে আক্রান্ত ব্যক্তিদের সেলফ আইসোলেশনের সময়সীমা কমিয়ে আনা হবে।

করোনার কারণে বেশ কয়েকবার পিছিয়ে শেষ পর্যন্ত গত সপ্তাহে বার্নলি বনাম ওয়াটফোর্ডের ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে। এখন প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ পিছিয়ে যাওয়া ম্যাচগুলোকে পুনরায় অনুষ্ঠানের ব্যবস্থা নিয়েছে।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent