নিজস্ব প্রতিবেদক : ৮ ফেব্রুয়ারি ২০২২, মঙ্গলবার, ২০:০১:১০
বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচে নবাগত স্বাধীনতা ক্রীড়া সংঘের কাছে হেরে অঘটনের শিকার হয়েছিল বসুন্ধরা কিংস। আবাহনী প্রথম ম্যাচ উৎরে গেলেও দ্বিতীয় ম্যাচে মঙ্গলবার মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ট ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবের সঙ্গে ১-১ ড্র করেছে। ৭৭ মিনিটে পুলিশের ব্রাজিলিয়ান মিডফিল্ডার ডেনিলসন এবং অতিরিক্ত সময়ে আবাহনীর ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ডরিয়েন্টন গোল করেছেন।
আবাহনীর জন্য এ ম্যাচটি দুর্ভাগ্যেরই। পেনাল্টি পেয়েও গোল করতে পারেনি। অফসাইডের কারণে গোল বাতিল হয়েছে। ফাঁকা পোস্টেও গোল করতে পারেনি দলের ফরোয়ার্ডরা। সব ব্যর্থতা মিলে ম্যাচটি ড্র তাদের।
মৌসুমের প্রথম দুই টুর্নামেন্ট জেতা আবাহনীর সামনে ট্রেবল জয়ের মিশন। কিন্তু দ্বিতীয় ম্যাচে এসেই সেই মিশনে বড় ধাক্কা খেলো আকাশী-নীলরা। বসুন্ধরা প্রথম ম্যাচ হারায় আবাহনী হেসেছিল মুচকি হাসি। এবার আবাহনীর ড্রয়ে বসুন্ধরা কিংসের মুখেও চওড়া হাসি। দুই রাউন্ড শেষে দুই দল যে এখন কাছাকাছি!
৪২ মিনিটে জুয়েল রানাকে বক্সে ফেলে দিয়েছিলেন পুলিশের আকিব। রেফারি পেনাল্টির বাঁশি বাজালেও তা কাজে লাগাতে পারেনি আবাহনী। ডরিয়েন্টনরে শট চলে যায় ক্রসবারের ওপর দিয়ে।
প্রথমার্ধ গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধে আক্রমণ-পাল্টা আক্রমণে ভরপুর ছিল ম্যাচটি। ৭৬ মিনিটে কলিন্দ্রেসের হেড পুলিশের গোলরক্ষক নেহাল কর্নারের মাধ্যমে সেভ না করলে আবাহনীই এগিয়ে যেতে পারতো। ডরিয়েন্টেও ফাঁকা পোস্টে গোল করতে পারেননি।
ম্যাচে হেরে গেলে আবাহনী সমর্থকদের কাঠগড়ায় দাঁড়াতে হতো ব্রাজিলিয়ান ডরিয়েন্টকে। পেনাল্টি মিস করেছেন, ফাঁকা পোস্টে গোল করতে পারেননি। শেষ পর্যন্ত তার গোলেই আবাহনী বেঁচে যায় পরাজয় থেকে।
Rent for add