নিজস্ব প্রতিবেদক : ১ ফেব্রুয়ারি ২০২২, মঙ্গলবার, ২০:০৭:৩৬
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ক্যাম্পে যে নারী ফুটবলাররা আছেন তাদের বেশিরভাগই বয়সভিত্তিক দলের। আরেকটু পরিষ্কার করে বললে বেশিরভাগের বয়স ১৮ বছরের নিচে। হাতেগোনা দু-তিনজন আছেন যাদের জাতীয় পরিচয়পত্র আছে এবং তাদের কনোরাভাইরাসের টিকাও নেওয়া হয়ে গেছে।
জাতীয় পরিচয়পত্র না থাকা বয়সভিত্তিক দলের খেলোয়াড়দের বিশেষ ব্যবস্থায় করোনার টিকা দেওয়ার ব্যবস্থা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের মাধ্যমে ক্যাম্পের ৪৭ জন মেয়েকে মঙ্গলবার টিকা নিয়েছেন।
বাফুফের সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগ বলেন, ‘আগামীতে যাতে টিকা নিয়ে কোনো ঝামেলা পোহাতে না হয় সেজন্য আমরা খেলোয়াড়দের বিশেষ ব্যবস্থায় টিকা প্রদানের ব্যবস্থা করছি। মঙ্গলবার টিকা দেওয়া হয়েছে ৪৭ জন মেয়েকে। পুরুষ ফুটবলারদের টিকার ব্যবস্থাও আমার করছি স্বাস্থ্য অধিদপ্তরের মাধ্যমে। হয়ে যাবে খুব তাড়াতাড়ি।’
Rent for add