নিজস্ব প্রতিবেদক : ২৫ ডিসেম্বর ২০২১, শনিবার, ১৮:২৯:০২
দীর্ঘ বিরতির পর শনিবার দেশের ৬টি ভেন্যুতে শুরু হয়েছে বঙ্গমাতা জাতীয় নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ। ৪৮ দল খেলছে এবারের জাতীয় চ্যাম্পিয়নশিপে। এর মধ্যে রয়েছে ৪৭টি জেলা ও বাংলাদেশ আনসার দল।
প্রতিযোগিতা উপলক্ষে শনিবার বাফুফে ভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বাফুফের সদস্য ও নারী ফুটবল কমিটির চেয়ারপার্সন মাহফুজা আক্তার কিরণ জানিয়েছেন, এবার ৬ ভেন্যুতে খেলা হবে। এরই মধ্যে চার ভেন্যুতে খেলা শুরু হয়েছে।
টুর্নামেন্টের ছয় ভেন্যু হচ্ছে ফেনী, ময়মনসিংহ, মাদারীপুর, যশোর, রাজশাহী ও পঞ্চগড়। এর মধ্যে শনিবার শুরু হয়েছে ময়মনসিংহ, মাদারীপুর, যশোর, রাজশাহী ভেন্যুর খেলা। ফেনী ও পঞ্চগড়ের খেলা শুরু হবে ৩১ ডিসেম্বর।
চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়ন দলকে ৫০ হাজার, রানার্সআপ দলকে ২৫ হাজার এবং প্রতি ম্যাচের বিজয়ী দলকে ৫ হাজার টাকা করে দেবে বাফুফে।
জাতীয় চ্যাম্পিয়নশিপে অবশ্য দেশের সেরা নারী ফুটবলারা খেলবে না। এ বিষয়ে মাহফুজা আক্তার কিরণ বলেছেন, ‘আমাদের ক্যাম্পে যে মেয়েরা আছে তাদের কেউ খেলবে না। করোনার এই সময় আমরা তাদের কোথাও খেলার অনুমতি দিচ্ছি না। আমাদের লক্ষ্য এই চ্যাম্পিয়নশিপ থেকে প্রতিভা খুঁজে বের করা। এ জন্য ছয় জন কোচ ছয় ভেন্যুতে থাকবেন প্রতিভা অন্বেষণের জন্য।’
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাফুফের সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোগহাগ, কো-স্পন্সর আনোয়ার গ্রুপের জেনারেল ম্যানেজার সৈয়দ ইকবাল আহমেদ, ম্যাক্স গ্রুপের মো. ছানাউল হক বকুল, বাফুফে সদস্য জাকির হোসেন চৌধুরী ও বাফুফের নারী কমিটির সদস্য সৈয়দ রিয়াজুল কবীর।
Rent for add